বাংলার বুকেই এই লোকেশনে খুবই কম খরচে পেয়ে যান বিশাল বড় দোতলা বাড়ি, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: মাথার উপর একটা নিজস্ব ছাদ না থাকলে কিন্তু কখনোই নিজেকে প্রতিষ্ঠিত বলে দাবি করা যায় না। কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে যারা বাড়ি তৈরি করতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রেডিমেড বাড়ি অথবা ফ্ল্যাট কেনার চেষ্টা করেন।

সেই সমস্ত পাঠক বন্ধুদের জন্যই আজকে আমরা নিয়ে চলে এসেছি এই বিশেষ প্রতিবেদন। খুবই কম দামে দারুন লোকেশনে একটা দোতলা বাড়ি বিক্রির খোঁজ আজ আপনাদের দেখাবো। যারা সম্প্রতি বাড়ি কেনার কথা চিন্তাভাবনা করছেন একদম নিশ্চিন্তে কিন্তু এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়তে পারেন।

আজকের লোকেশন হল ইছাপুর। এখান থেকে আড়াই কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে বাড়িটি।২ কাঠা জমির উপরে এই বিশাল বড় দারুন আড়াই তলা বাড়িটা নির্মাণ করা হয়েছে। বাড়িটার একতলায় আপনারা পেয়ে যাবেন দুটো বেডরুম, একটি ডাইনিং রুম, কিচেন এবং বাথরুম। দোতলায় পেয়ে যাবেন তিনটে বেডরুম, একটা বাথরুম এবং একটি বারান্দা। একটা হলঘর কিন্তু রয়েছে এখানে। তিন তলা অর্থাৎ একদম শেষে আপনারা পেয়ে যাবেন একটা বড় বেডরুম আর বাথরুম।

সব মিলিয়ে এই বাড়িটাতে আপনারা ছটা বেডরুম পাচ্ছেন। সাথে থাকছে চারটে বাথরুম এবং বারান্দা। সম্পূর্ণ বাড়িটা কিন্তু ভেতরে আর বাইরে খুব সুন্দর ভাবে রং করে সাজানো গোছানো রয়েছে। বাড়িটির সামনে আপনারা দশ ফুটের ফ্রন্ট রোড পেয়ে যাবেন। বড় গাড়ি ঢুকতে খুব একটা অসুবিধা হবে না।

সম্পূর্ণ বাড়িটিতে মার্বেল ফিনিশিং করা আছে এবং যেখানে যেমন দরকার সেই অনুযায়ী কাজ করা রয়েছে। সুতরাং যিনি কিনবেন তাকে কিন্তু কোন খরচ করতে হবে না। ৫২ লক্ষ টাকা এটার দাম রাখা হয়েছে। চিন্তা নেই, কাগজপত্র সমস্ত আপটুডেট অবস্থায় আছে, ভবিষ্যতে কখনো লোন নিতে বা বিক্রি করার প্রয়োজন হলেও অসুবিধা হবে না।

প্রতিবেদনের শেষে থাকা বাড়িটির ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন। দেরি করে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।।

Contact : 9330887554

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/Tqs2HBxUm-Q

Back to top button