কোনরকমের অভিজ্ঞতা ছাড়াই mio amore কেক কোম্পানিতে পেয়ে যান স্থায়ী পদে কাজের সুযোগ, না দেখলে পস্তাবেন পরে

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি নতুন কোন ভাল কাজের সন্ধানে রয়েছেন? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনি সেই কাজেরই সন্ধান পেতে চলেছেন। আজ আমরা মিও আমরে কেক শপে কাজের সম্পর্কে আপনাদের জানাবো। যদি কাজ করতে চান তাহলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটি অন্যের সুবিধার্থে শেয়ার করে নেবেন।

Mio amore cake shop recruitment 2023:

কারা আবেদন করতে পারবেন?

নারী-পুরুষ নির্বিশেষে এখানে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত থাকবে।

মোট শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা:

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 165। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি, মাধ্যমিক পাস, এবং উচ্চ মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে।

কাজের সময় এবং বেতন:

এখানে কাজের সময় থাকছে আট ঘন্টা এবং বেতন থাকছে ১৫ হাজার ৭০০ থেকে ১৯ হাজার ৪০০ টাকা পর্যন্ত। সাথে আপনারা কিন্তু পিএফ, ই এস আই ওভারটাইম এবং বোনাসের সুবিধা পেয়ে যাবেন।

কাজের ভূমিকা:

1. Cake Packaging

2.Billing (10th pass+ basic computer knowledge)

3.store incharge

4.scanning

5.Levelling

6.loading & unloading

7.others

কাজের লোকেশন:

এখানে কাজের লোকেশন থাকছে কলকাতা,হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, নদীয়া, হুগলি এবং দুর্গাপুর।

Contact : 7980623858

Back to top button