কয়েকদিনের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে মাথায় নতুন চুল গজাবে, শুধুমাত্র ট্রাই করুন এই একটি বিশেষ জিনিস









নিজস্ব প্রতিবেদন : একটু বয়স হলেই কিন্তু বহু মানুষের চুল পড়ার সমস্যা লক্ষ্য করা যায়। আবার অনেক ক্ষেত্রেই নানান ধরনের শারীরিক সমস্যার কারণেও চুল পড়ে। বিভিন্ন ধরনের নামিদামি হেয়ার অয়েল এবং শ্যাম্পু অনেকেই এই চুল পড়া রোধ করতে আর নতুন চুল উঠানোর জন্য ব্যবহার করে থাকেন।।
তবে সে সমস্ত কিছু না করে সামান্য কিছু খরচে বাড়িতেই একটা বিশেষ জিনিস কাজে লাগিয়ে আপনারা কিন্তু চুল পড়ার সমস্যা সম্পূর্ণরূপে অর্থাৎ চিরতরে বন্ধ করে ফেলতে পারেন।। তবে তার জন্য আপনাকে অবশ্যই বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হবে এবং আমাদের আজকের এই প্রতিবেদনটা স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। চলুন তাহলে সময় নষ্ট না করে এটা শুরু করা যাক।




চুল পড়া বা চুল রুক্ষ হয়ে যাওয়ার টোটকা:
চুল পড়া রোধের সমস্যায় আজ আমরা যে উপকরণটার কথা বলব সেটা হল পেঁয়াজ। চুল পড়া রোধ করা থেকে শুরু করে নতুন চুল গজানো অথবা লম্বা ঘন চুল তৈরি করা সবকিছুতেই কিন্তু এর বিশেষ ভূমিকা রয়েছে। এই পদ্ধতিতে প্রথমেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনাকে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে।




এবার গ্রেট করে নেওয়া পেঁয়াজ গুলোকে চেপে আপনাদের এর মধ্যে থেকে পেঁয়াজের রসটাকে বের করে নিতে হবে।গ্ৰেট করে নেওয়া পেঁয়াজগুলোকে ছাকনির মধ্যে চেপে রসটাকে অন্য পাত্রে বের করবেন। তারপর এর মধ্যে আরো বেশ কিছু উপাদান যোগ করতে হবে যাতে পেঁয়াজের রস আপনাদের চুলের জন্য আরো কার্যকরী হয়ে ওঠে।




এবার এই পেঁয়াজের রসের সাথে নারকেল তেল অথবা আপনারা যে তেল ব্যবহার করে থাকেন সেটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আপনাকে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকেও আপনারা পাতা থেকে জেল বের করে ব্যবহার করতে পারেন অথবা মার্কেট থেকে জেল কিনে নিয়ে আসতে পারেন। ভালোভাবে পেঁয়াজের রসের সাথে এই দুটো উপকরণকে মিশিয়ে ফেলুন।
এবার একটা মিডিয়াম সাইজের তুলো নিয়ে আপনাদের এই মিশ্রণটার মধ্যে ভিজিয়ে ভালোভাবে মাথার স্ক্যালপে লাগাতে হবে। যদি আপনার কাছে স্প্রে বোতল থাকে তাহলে সেটার মধ্যে ভরেও আপনারা এটাকে কিন্তু সরাসরি মাথার তালুতে প্রয়োগ করতে পারেন। স্নান করার দুই থেকে তিন ঘন্টা আগে এটাকে মাথায় লাগিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নেবেন তাহলেই হবে। কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু এর সম্পূর্ণ ফলাফল আপনারা দেখতে পারবেন।











