খুব কম খরচে বানান আকর্ষণীয় সুন্দর একতলা বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির আধুনিক ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটা জায়গা যেখানে খুব সহজেই কিন্তু নিজেদের গোটা সময়টাই আনন্দ সহকারে কাটিয়ে দেওয়া যেতে পারে।। নিজেদের পরিবার-পরিজন এবং সন্তানের কথা মাথায় রেখে তাই একটা নির্দিষ্ট সময়ের পর মধ্যবিত্ত সাধারণ মানুষ সর্বদা চেষ্টা করে থাকেন একটা বাড়ি তৈরি করার। আজকাল ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্টের যুগেও এমন বহু মানুষ রয়েছেন যারা নিজেদের আস্তানা গড়ে তুলতে পছন্দ করেন।
তবে এই সমস্ত মানুষদের মধ্যে যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ অসুবিধায় পড়েন পরিকল্পনা নিয়ে। বিশাল বড় অংকের অর্থ খরচ করে তাদের পক্ষে কিন্তু বাড়ির ডিজাইন বানানোর সম্ভব হয় না। আজ সেই সমস্ত পাঠক বন্ধুদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ প্রতিবেদন।




যেখানে খুবই কম জায়গার মধ্যে একটি বাড়ির আধুনিক ডিজাইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যারা সম্প্রতি বাড়ি তৈরি করার কথা চিন্তা-ভাবনা করছেন নিশ্চিন্তে কিন্তু আমাদের আজকের এই ডিজাইনটা ফলো করতে পারেন।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক।
সৌন্দর্য বাড়ানোর জন্য এবং একটা স্পেস তৈরি করার জন্য এই বাড়িটার প্রবেশ পথের শুরুতেই রাখা হয়েছে একটি লম্বাটে ধরনের কোচ। তারপর এই মূল প্রবেশ পথ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ড্রইং এবং ডাইনিং রুমের সাথেই অ্যাটাচ অর্থাৎ আলাদা করে কোন ভাবে নয় সিঁড়ির ঘর আপনারা রেখে দিতে পারেন।




সিঁড়ির ঘরের ঠিক বামদিকে অর্থাৎ ডাইনিং রুমের কোনাকুনি থাকবে কিচেন। যদি বাড়ির পেছনে যাওয়ার রাস্তা থাকে সেক্ষেত্রে এই কিচেন থেকে কিন্তু আপনারা আরও একটা দরজা করে নিতে পারেন। ড্রয়িং রুমের ঠিক ডানদিকে অর্থাৎ বাড়িটির সামনেই থাকবে একটি মাস্টার বেডরুম।
মাস্টার বেডরুমের পরবর্তী অংশে অর্থাৎ ডাইনিং রুমের ঠিক ডানদিকে আপনারা পেয়ে যাবেন একটা কমন টয়লেট এবং এরপর আরও একটা বেডরুম। যেহেতু এটি ছোট বাড়ি তাই আলাদা করে অ্যাটাচ টয়লেট করার দরকার নেই।। পেছনের অংশে যে বেডরুমটি রয়েছে সেটার সাথে আপনারা কিন্তু একটা বারান্দা তৈরি করে নিতে পারেন।।




এবার ফার্স্ট ফ্লোর এ অর্থাৎ যদি আপনারা বাড়িটিকে দেড় তলা তৈরি করতে চান সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আপনারা একটা মাস্টার বেডরুম আর তার সঙ্গে এটাচ টয়লেট তৈরি করে নিতে পারেন।। মোটামুটি তাহলে সব মিলিয়ে এই বাড়িটাতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম, দুটি টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া।
মোটামুটি হিসাব অনুযায়ী এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার ২৫ থেকে ২৬ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়বে। তবে অবশ্যই জমির দাম এবং ইন্টেরিয়র ডেকোরেশন এর খরচ কিন্তু আপনাকে আলাদাভাবে ধরতে হবে। পরিকল্পনাটি কেমন লাগলো তা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/wXygW3RWEmw











