কলকাতার খুব কাছেই এই প্রপার লোকেশানে একেবারে জলের দামে ফ্ল্যাট বিক্রয়, না দেখলে মিস করবেন বড়সড়ো সুযোগ









নিজস্ব প্রতিবেদন: একটা নির্দিষ্ট বয়সের পর কমবেশি সকল মানুষ কিন্তু নিজেদের মাথার উপর একটা ছাদ চেয়ে থাকেন। তবে কর্মব্যস্ত মানুষদের পক্ষে কিন্তু একটা দীর্ঘমেয়াদি সময় ব্যয় করে কখনোই বাড়ি তৈরি করাটা সম্ভব হয়ে ওঠেনা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের জন্য একটি দুর্দান্ত লোকেশনের মধ্যে জলের দামে ফ্ল্যাটের খোঁজ এনে দেবো।
এখন বেশিরভাগ মানুষই কিন্তু ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট ফ্যামিলি থাকলে তো কোন কথাই নেই।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।




আমাদের আজকের লোকেশন হল বৈদ্যবাটি। বৈদ্যবাটি স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথ এবং একেবারে জি টি রোডের উপরেই এই ফ্ল্যাটটি অবস্থিত। মাত্র পাঁচ থেকে সাত বছরের পুরনো ফ্ল্যাট রয়েছে এটি। সম্পূর্ণ ফ্ল্যাটটির আয়তন হচ্ছে ৭২০ স্কয়ার ফিট। এখানে আপনারা দুটো বেডরুম, একটা হল ঘর অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, ওপেন কিচেন,দুটো বাথরুম যার মধ্যে একটি অ্যাটাচ এবং আরও একটি কমন এবং একটি ব্যালকনি পেয়ে যাবেন।ফ্ল্যাটটি দক্ষিণ খোলা তাই কম বেশি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে।।




এই ফ্ল্যাটটির ভেতরে এবং বাইরে খুব সুন্দর ভাবে রং করা রয়েছে এবং প্রয়োজনীয় জায়গায় টাইলসের ফিনিশিং রয়েছে। সম্পূর্ণ ফ্ল্যাট টির ভেতরের অংশে রয়েছে মার্বেলের ফ্লোরিং। এখানে আপনারা ২৪ ঘন্টা জল এবং ইলেকট্রিসিটি আর পাশাপাশি লিফটের সুবিধা ও পেয়ে যাবেন।
সমস্ত দিক বিবেচনা করে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে মাত্র 15 লক্ষ টাকা। যদি আপনারা এটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আর সময় নষ্ট না করে দ্রুত নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন।
Contact : 9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/fVwrALKDZfg











