বাড়ি থেকে আরশোলা দূর করার জন্য কাজে লাগান এই সহজ আর সাধারণ টিপস,নিমেষেই হয়ে যাবে সমস্যার সমাধান

নিজস্ব প্রতিবেদন: বহু গৃহস্থ বাড়িতেই কিন্তু আরশোলার উপদ্রব বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। তবে যদি এই উপদ্রব রান্নাঘরে বেশি হয়ে থাকে তাহলে তো যন্ত্রণার শেষ নেই। রান্না করা খাবার থেকে শুরু করে সমস্ত সামগ্রীর উপরেই উড়ে বেড়াবে এই আরশোলা।স্বাভাবিকভাবেই রান্নাঘরে আরশোলা বাসা করলে, আপনার ঘুম যাচ্ছে উড়ে।

শান্তিই পাননা। আর এই প্রাণীটিকে যেখানে সেখানে দেখতে পেলেই গা গুলিয়ে উঠছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নিয়ে চলে এসেছি এই কঠিন সমস্যার সমাধান। বাজার চলতি কোন জিনিস ব্যবহার না করে সহজ ঘরোয়া টোটকার সাহায্যেই কিন্তু আপনি আরশোলা দূর করতে পারেন।

১) তেজপাতা:

একটা ছোট পাত্রের মধ্যে বা মাটির কোন আবরণের মধ্যে কিছুটা তেজপাতা পুড়িয়ে নিতে পারেন।তেজপাতা পোড়ানোর ধোঁয়া রান্নাঘরে দিয়ে রাখলে, শুধু আরশোলা নয়, যে কোনো পোকামাকড়ই সহজে এখানে আসতে সাহস পাবে না।

২) নিম পাতা:

আরশোলা তাড়ানোর জন্য দ্বিতীয় কার্যকরী উপকরণ হলো নিম পাতা। নিম পাতার পেস্ট তৈরি করে সেটা কে আপনারা গরম জলে ফুটিয়ে নিতে পারেন।তারপর ছেঁকে রান্নাঘরে স্প্রে করলেই নিমেষেই আরশোলা গায়েব।

৩)কর্পূর :

রান্না ঘরের চারদিকে কয়েক টুকরো কর্পূর রেখে দিলেও আরশোলা পালাতে বাধ্য, কারণ কর্পূরের উগ্র গন্ধ আরশোলা সহ্য করতে পারেনা। সহজেই টিপসটাও আপনারা কাজে লাগাতে পারেন।

৪) সাবান জল:

আরশোলা তাড়ানোর জন্য এই টোটকাটাও কিন্তু ভীষণ কার্যকর পদ্ধতি।জলের মধ্যে সাবানের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ওই সাবান জল দিয়ে গোটা রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিন দেখবেন আর আরশোলা ভুল করেও আপনার রান্নাঘরের ধারে কাছে আসবে না।

৫) রসুন:

রসুনও আরশোলার হাত থেকে রেহাই দিতে আপনাদের সাহায্য করতে পারে।রসুন থেঁতো করে জলের মধ্যে গুলে সেই জল রান্নাঘরে স্প্রে করতে হবে।

৬)বোরিক পাউডার:

ভাতের সাথে বোরিক পাউডার মিশিয়ে নেবেন প্রথমে। তারপর যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব বেশি অথবা যেটা আরশোলার প্রবেশ পথ হিসেবে বেশিরভাগ থাকছে সেখানে এটাকে ছড়িয়ে রেখে দিন।। দেখবেন সহজেই হয়ে যাবে আপনার সমস্যার সমাধান।

Back to top button