শুধুমাত্র বেলপাতা নয়, দেবাদিদেব মহাদেব কে তুষ্ট করতে ব্যবহার করুন এই বিশেষ ৭ টি জিনিস

নিজস্ব প্রতিবেদন: আজ রাত পেরোলেই কাল মহা শিবরাত্রি। ধুমধাম করে দেশের প্রতিটি জায়গাতেই পালন করা হবে এই ব্রত। আপনারা হয়তো অনেকেই জানেন না শিবরাত্রির ব্রত পালন করলে সব ব্রত পালনের ফল লাভ করা যায় একসাথে। তাই নারী পুরুষ নির্বিশেষে এদিন বহু মানুষ কিন্তু মহাদেবকে তুষ্ট করার জন্য ব্রত পালন করে থাকেন। দেবাদিদেব মহাদেব বড়ই শান্ত।

সামান্য কিছু উপকরণ দিয়ে নিষ্ঠা ভরে তার পুজো করলেই কিন্তু তাকে তুষ্ট করা যায়। মন থেকে ডাকলে কেনই বা ভগবান আপনার ডাকে সাড়া দেবে না বলুন তো! শিব ঠাকুরের পুজোর উপাচার গুলোর মধ্যে সর্বপ্রথমেই রয়েছে বেলপাতা। তবে এগুলো ছাড়াও আরো এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে যদি মহাদেবের পূজা করা যায় তাহলে নিমেষেই পরিবর্তিত হয়ে যাবে আপনার জীবন। চলুন এই বিশেষ কয়েকটি জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক।

১) ফুল:

দেবাদিদেব মহাদেবের সবথেকে পছন্দের ফুল হচ্ছে আকন্দ এবং কলকে। তবে এগুলো ছাড়া যে কোন সাদা ফুল কিন্তু আপনি মহাদেবকে তুষ্ট করার জন্য নিষ্ঠা ভরে অর্পণ করতে পারেন।

২) ফল:

মহাদেবের পছন্দের ফল হল বেল। তবে মন থেকে ভক্তি নিবেদন করতে চাইলে নিজেদের সাধ্য মতন যে কোন ফল আপনারা অর্পণ করতে পারেন।

৩) পাতা:

দেবাদিদেব মহাদেব কে তুষ্ট করার জন্য একটি মাত্র বেল পাতায় কিন্তু যথেষ্ট। তবে অবশ্যই খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়াফাটা না হয়। সব সময় নিখুঁত বেলপাতা তাকে অর্পণ করার চেষ্টা করবেন। আর হ্যাঁ ভুল করেও বেল পাতার সাথে যাতে তুলসী পাতা না থাকে।

৪) চাল:

আপনারা হয়তো অনেকেই এটা জানেন না, শিব ঠাকুরের মাথায় জল ঢালার সময় কিন্তু ৫ টা চাল অর্পণ করতে হয়।। তবে চালগুলো যেন ভাঙা না থাকে সেদিকে নজর রাখবেন।

৫) জল ঢালার নিয়ম:

প্রতিদিন দেবাদিদেবকে স্নানের সময় শুধু জল দিয়ে স্নান করলেও চলে। তবে শিবরাত্রির দিন দুগ্ধ, দধি, ঘৃত, মধু দিয়ে স্নান করাতে হবে।

৬) ভোগ নিবেদন :

দেবাদিদেব মহাদেব হলেন আমাদের নিজের ঘরের লোক। সাধারণভাবেই পিঠেপুলি খেতে খুব পছন্দ করেন তিনি। শিবরাত্রির দিন ভোগ হিসেবে আপনারা পিঠে নিবেদন করতে পারেন সে ক্ষেত্রে। তবে এটা তৈরি করতে গেলে একান্তই কোন সমস্যা থাকলে আপনারা নিজেদের সাধ্যমত কোন ভোগ ভক্তি সহকারে এবং ভালোবাসা দিয়ে মহাদেব কে নিবেদন করতে পারেন।। নিষ্ঠা ভরে পূজা করলে মহাদেব কিন্তু কখনোই ভক্তকে ফেরান না। ব্যাস তাহলে আর কি! ধুমধাম করে পালন করুন শিবরাত্রি ব্রত।

Back to top button