পেয়ারা গাছে একবার প্রয়োগ করে দেখুন এই বিশেষ জিনিস,১২ মাস ফলে ভরে যাবে, শিখে নিন সহজ পদ্ধতি









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে যতই শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন চাকরির বাজার কিন্তু আর আগের মতন ভালো জায়গায় নেই।। এখন বেশিরভাগ মানুষ কিন্তু নির্ভর হয়ে পড়েছেন একটা ব্যবসার উপরে। আজ পাঠক বন্ধুদের সাথে এমন এক যুবকের পরিচয় আমরা করিয়ে দেবো যিনি এমবিএ পাস করেও কৃষিকাজ করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছেন বিগত কিছু সময়ে।
এই যুবকের নাম হলো রাজীব ভাস্কর। তিনি নৈনিতালের বাসিন্দা। এমবিএ শেষ করার পরে রাজিব নামের এই যুবক ছোট্ট বীজের কারখানায় চাকরিজীবী হিসেবে যোগদান করেছিলেন। তিনি প্রায় চার বছর ভিএনআর সিডস কোম্পানিতে চাকরি করেন সেলস অ্যান্ড মার্কেটিং টিমে।




এই সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন রাজিব। তাদের সাথে কথা বলতে বলতেই রাজিবের মনোভাবনার পরিবর্তন হয় এবং তিনি কৃষিকাজ করাতে মনোনিবেশ করবেন বলে স্থির করেন। প্রসঙ্গত উল্লেখ্য এমবিএ করার আগে তিনি এগ্রিকালচার নিয়ে বিএসসি পাস করেছিলেন। তবে কৃষিকাজ সম্পর্কে জানতে জানতে তিনি আবারও এই জগতেই ফেরত আসেন এবং উন্নতি করেন।




কৃষকদের সাথে কথাবার্তা বলে তার পেয়ারা চাষের প্রতি এক প্রকার আলাদাই আগ্রহ জন্মেছিল।হরিয়ানার পঞ্চকুলায় ৫ একর জমির উপরে তিনি বিদেশি পেয়ারার (থাই) চাষ শুরু করেন। কয়েক মাসের মধ্যেই কয়েক মাসের মধ্যেই হরিয়ানা জুড়ে তার উৎপাদিত পেয়ারার চাহিদা তুঙ্গে ওঠে। এরপর মাত্র পাঁচ বছরের মধ্যেই প্রায় ২৫ একর জমি জুড়ে চাষ করতে শুরু করেন তিনি।
জানা গিয়েছে তার জমিতে ১২ হাজার পেয়ারা গাছ রয়েছে।প্রতি করে তার গড় লাভের অঙ্ক ৬ লক্ষ টাকা। এখনো পর্যন্ত প্রায় ১.৫ কোটি টাকারও উপরে উপার্জন করে ফেলেছেন রাজিব। চাইলে আপনারাও এই প্রতিবেদনটি পড়ে কিন্তু নিজেদের কাজ শুরু করতে পারেন। তবে অবশ্যই কিছু বিশেষ জিনিস সম্পর্কে আপনাদের আগে থেকে ধারণা করে নিতে হবে।











