লেবু গাছে একবার প্রয়োগ করে দেখুন এই বিশেষ জিনিস, বাম্পার ফলন হবে ১২ মাস, ফুলে ফলে ভরে যাবে









নিজস্ব প্রতিবেদন: কমবেশি প্রত্যেক গৃহস্থ বাড়িতেই কিন্তু নানান ধরনের ফুল আর ফলের গাছ লাগানো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হলো লেবু। অন্যান্য সকল গাছের মতন লেবু গাছের ক্ষেত্রেও বিশেষ কিছু যত্নের প্রয়োজন রয়েছে। মোটামুটি এই গাছের সাধারণ যত্নের ব্যাপারে কম বেশি আপনারা সকলেই জানেন।
তবে আজ আমরা একটু আলাদা পরিচর্যার কথা বলব। অনেক ক্ষেত্রেই দেখা যায় লেবুর পাতা কুকড়ে যায়, লেবু গাছে পোকার আক্রমণ ঘটে বা লেবুর ফলন কম হয়। এই সমস্ত সমস্যার সমাধান থাকবে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে।




১) যদি আপনার বাড়িতে লেবু গাছ থাকে সেক্ষেত্রে প্রথমেই গাছের গোড়ায় থাকা সমস্ত রকমের আগাছা আপনাকে পরিষ্কার করে ফেলতে হবে।এরপর একটি বাটিতে ২৫০ মিলি জল ও ১০০ গ্রাম নিমখোল ৬ ঘন্টা ভিজিয়ে একটি দ্রবন তৈরি করে নিন।দ্রবণটিকে নাড়াচাড়া করে তার মধ্যে বাকি ১ লিটার জল দিয়ে পূর্ণ করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তার মধ্যে ১ চা চামচ চিটা গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন।
২) আরেকটি গামলায় দ্রবণটি ঢেলে নিয়ে তার মধ্যে ২ মুঠো কম্পোস্ট সার বা গোবর সার দিয়ে ভালোভাবে মিশিয়ে সাতদিন রেখে দিন। এই দ্রবণটিকে আপনারা সরাসরি গাছে প্রয়োগ করতে পারেন আবার কয়েকদিন শুকিয়ে নিয়েও কিন্তু গাছে প্রয়োগ করাতে পারেন।। দ্বিতীয় ধাপে সারের প্রয়োগ হয়ে গেলে কিন্তু আপনাকে অল্প অল্প করে জলও গাছে দিয়ে দিতে হবে।জল দিলে সারের গুণগুলি মাটির সাথে সহজেই মিশে যেতে পারবে।




৩)লেবু গাছে মাঝে মাঝে লিফ মাইনর বা মিলিবাগ পোকার আক্রমণে গাছের পাতা কুকড়ে যায় এবং গাছে ফুলফল আসা বন্ধ হয়ে যায়। অন্যান্য সমস্যার মতন এটাও কিন্তু আপনারা খুব সহজেই দূর করে ফেলতে পারবেন।গাছে এই পোকার আক্রমণ হয়েছে প্রাথমিকভাবে সেই পাতাটিকে কেটে ফেলতে হবে।




তারপর করতে হবে একটি বিশেষ দ্রবণের প্রয়োগ। এই দ্রবণটি তৈরি করার জন্য এক লিটার জলে ১ চামচ হলুদ, ১ চামচ ডিটারজেন্ট ও ১ চামচ থিওভিট সালফারযুক্ত ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।মিশ্রণটিকে একটি স্প্রেয়ার বোতলে নিয়ে বিকালের দিকে গাছে স্প্রে করা যেতে পারে।
৪) কিছু কিছু লেবু গাছের ক্ষেত্রে আবার গুটি ঝরে পড়তে দেখা যায়। এই সমস্যা সমাধান করতে চাইলে একটি পাত্রে ১ লিটার জলের মধ্যে ২৫০ মিলি ভাতের ফ্যান ও ২৫০ মিলি চাল ধোয়া জল নিয়ে সেই জল গাছে স্প্রে করা যেতে পারে। ব্যাস এই কয়েকটি বিষয় খেয়াল রাখলেই কিন্তু দেখবেন আপনার লেবু গাছে ব্যাপক ফলন আসছে।











