লেবু গাছের গোড়ায় একবার প্রয়োগ করে দেখুন এই বিশেষ জিনিস,১২ মাস ফলন হবে বাম্পার, শিখে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: বহু বাড়িতেই কিন্তু লেবু গাছ প্রতিস্থাপন করা হয়ে থাকে। বিশেষ করে বাড়িতে ফল এবং সবজির গাছ লাগাতে পছন্দ করেন এমন মানুষের বাগানে লেবু গাছ নেই এমনটা হতে পারে না। তবে শুধুমাত্র গাছ লাগালেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে না। যে কোন গাছের মতন লেবু গাছের ক্ষেত্রেও অবশ্যই কিছু বিশেষ পরিচর্যা পদ্ধতি আপনাকে প্রয়োগ করতে হবে।

এই প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত কিছু পদ্ধতির শেয়ার করে নেওয়ার পাশাপাশি আমরা একটি দারুন উপকরণের কথা বলব যেটা গাছের প্রয়োগ করলে কিন্তু সমস্ত ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং গোটা বছর ধরেই বাম্পার ফলন হবে।

এই পদ্ধতিতে পরিচর্যা করার জন্য শুরুতেই বারোমাসে লেবু গাছে ধরে থাকা প্রত্যেকটি লেবু, গাছ থেকে ভেঙে ফেলে দিতে হবে। এরকম করলে পরবর্তীকালে গাছ ভর্তি ফুল আসে। এছাড়া গাছের মধ্যে রোগাক্রান্ত পাতা, শুকনো ডাল ইত্যাদি থাকলেও কেটে ফেলে দিতে হবে।

এছাড়াও সময় মতন একটি স্প্রে বোতলের সাহায্যে জল ভরে গাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোন রকমের ধুলোবালি বা পোকামাকড় না থাকে। তারপর বেশ কিছুদিন টবের মাটি খুব ভালো করে শুকিয়ে নিন। লেবু গাছে যদি বেশি জল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ফলন হতে খুব দেরি হয়ে যায় সুতরাং সেটা বুঝে শুনে জল দেবেন।

এই সময় গাছের পরিচর্যা করার জন্য টবের মাটি শুকনো অবস্থায় ভালোভাবে খুঁড়ে নিয়ে তাতে এক মুঠো হাড় গুঁড়ো বা সিং কুচি দিতে হবে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এরপর এক চামচ লাল পটাশ দিতে হবে।লেবু গাছে যদি অতিরিক্ত ফাঙ্গাস হয়, পাতায় পোকা লাগে তাহলে ফুল আসার আগে এবং পরে যে কোনো সাফ ফাঙ্গিসাইড, কাকা কীটনাশক ও দীর্ঘদিন গাছে ফুল না আসার জন্য মিরাকুলান ইত্যাদি এক লিটার জলে এক চামচ নিয়ে গাছের গোড়ায় এবং গাছের পাতায় স্প্রে করতে হবে। তাহলেই হয়ে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান।

Back to top button