রান্নার কড়াইয়ের কালো কঠিন জেদি দাগ দূর করে চকচকে বানাতে ট্রাই করুন এই সহজ দুর্দান্ত ট্রিকস









নিজস্ব প্রতিবেদন: গৃহিণীদের অসাবধানতার কারণে প্রায় সময় কিন্তু রান্না করতে গিয়ে কড়াই পুড়ে কালো হয়ে যায়। এই পুড়ে যাওয়ার দাগ তোলা কিন্তু চারটিখানি কথা নয়। নানান ধরনের ডিশওয়াশ ব্যবহার করে দীর্ঘ সময় ঘষামাজা করলেও কিন্তু চট করে এই পোড়া দাগ উঠতে চায় না। যার ফলস্বরূপ কড়াই দেখতেও খুব খারাপ লাগে আর বারংবার এই ঘটনা ঘটলে সেটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি কিভাবে একেবারে সহজ উপায়ে বিশেষ কোন খরচা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে আপনারা কড়াই থেকে পোড়া দাগ তুলে ফেলতে পারেন সেই উপায়। যারা প্রায় সময় এই কড়াইয়ের কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছেন নিশ্চিন্তে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা স্টেপ বাই স্টেপ অনুসরণ করে সেটা পরিষ্কার করে ফেলতে পারেন।।




কিভাবে কড়াই থেকে পোড়া দাগ তুলে সম্পূর্ণ পরিষ্কার করবেন?
কড়াই সম্পূর্ণরূপে পরিষ্কার করার জন্য প্রথমেই আপনাকে গ্যাস জ্বালিয়ে সম্পূর্ণ হাই ফ্লেমে করে নিতে হবে। এরপরে কড়াইটিকে গ্যাসের উপর বসিয়ে যতক্ষণ পর্যন্ত না ময়লাগুলি কিছুটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকুন। একটি শক্ত চামচ বা খুন্তির সাহায্যে এবারে এই নরম ময়লা গুলিকে কিন্তু আপনাদের ধীরে ধীরে তুলে ফেলতে হবে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর শুরু হবে কড়াই পরিষ্কার করার দ্বিতীয় ধাপ।




এর জন্য প্রথমেই একটি বালতির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে তাতে কিছুটা পরিমাণ কস্টিক সোডা মিশিয়ে নিন। এটা কিন্তু সোজাসুজি ধরলে হাত খারাপ হয়ে যায় তাই চেষ্টা করবেন গ্লাস পড়ে ব্যবহার করার অথবা না ছুঁয়েই প্যাকেটের মধ্যে থেকে জলে ঢেলে দেওয়ার। কস্টিক সোডা মেশানো জলে আপনাদের কিছুক্ষণ এই পোড়া করাই বা বাসন ভিজিয়ে রেখে দিতে হবে।




এবার এটাকে ভালো করে স্কচ বাইট এর সাহায্যে কিছুক্ষণ ঘষে নিয়ে উপরের পোড়া আস্তরণ টিকে আরো পাতলা আপনাদের করে নিতে হবে।। কিন্তু যদি খুব বেশি জেদি দাগ হয়ে থাকে তাহলে কিন্তু উঠবে না। সেক্ষেত্রে আলতো করে না ঘষে স্কচ বাইট ব্যবহার করে একটু জোরে ঘষে নেবেন এবং সবশেষে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন।
তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। যতই পোড়া দাগ থাকুক না কেন এভাবে যদি আপনারা কড়াই পরিষ্কার করতে পারেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি অবলম্বন করে তাহলে কিন্তু আর আপনাদেরকে কখনোই চিন্তা করতে হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনটি আশা করছি অনেক গৃহিণীদেরই কমবেশি কাজে লাগবে।











