বাড়ি বানানোর কথা ভাবছেন! এইভাবে লম্বা জায়গায় করুন তিন বেড রুমের বাড়ি, দেখে নিন ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটি জায়গা যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত বলে ভাবা সম্ভব নয়। সারাদিনের খাটাখাটনির পর যদি আমাদের এমন কোন জায়গায় গিয়ে থাকতে হয় যেখানে নিজের কোন অধিকার নেই কেমন লাগবে বলুন তো!
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটি তিন বেডরুমের বাড়ি তৈরির ডিজাইন। লম্বা জায়গার মধ্যে কিভাবে এটা তৈরি করা যাবে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে। যারা সম্প্রতি নিজেদের একটি বাড়ি শুরু করার কথা চিন্তা-ভাবনা করছেন নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটা একেবারে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন।।




এই বাড়িটার প্রবেশ পথের একেবারে শুরুর দিকে রাখা হয়েছে একটি কোচ যাতে একটা ফাঁকা অংশ বা স্পেস থাকে। এবার একটা স্বরূপ মেসেজের মতন অংশ রাখা হয়েছে এবং তারপরেই রয়েছে ড্রইং রুম এবং বাড়িটির মাস্টার বেডরুম।
এর ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন সিঁড়ির ঘর এবং আরো একটি রুম। অন্যদিকে ডাইনিং রুমের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেট যেটা পাশের মাস্টার বেডরুমটার সাথে সংযুক্ত রয়েছে। এবার দ্বিতীয় রুমটা আপনারা পাবেন ডাইনিং রুমের ঠিক কোনাকুনি।




এবার এই রুমটি থেকে বেরিয়ে সোজা এলেই আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন যেটা বাড়ির সকল সদস্যরাই ব্যবহার করতে পারবে। একেবারে ঠিক কোনাকুনি থাকছে ডাইনিং রুমের কিচেন এবং আরও একটি রুম। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সে ক্ষেত্রে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা এক ঝলক দেখে নিতে পারেন।
যে কোন মধ্যবিত্ত ছোট ফ্যামিলির পক্ষেই কিন্তু এই বাড়িটি একেবারেই আদর্শ একটা ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করতে গেলে মোটামুটি মার্বেল ফিনিশিং এবং অন্যান্য বিশেষ কিছু দিক নিয়ে খরচ পড়বে ৩০ লক্ষ টাকার কাছাকাছি। অবশ্যই আপনাদের জমির দাম আলাদা ধরতে হবে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/kweWTCTUysQ











