বাড়ি বানানোর কথা ভাবছেন! খুবই অল্প খরচে লম্বা জমিতে বানান সুন্দর দোতলা বাড়ি, রইল বিশেষ ডিজাইন

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের একটি ব্যক্তিগত আস্তানা বা বাড়ি তৈরি করার ইচ্ছে কিন্তু কম বেশি সকলের মধ্যেই থাকে।। তবে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সময়ে এই ইচ্ছে পূরণ হয়ে ওঠে না। বেশিরভাগ ক্ষেত্রেই এতে পরিকল্পনার অভাব লক্ষ্য করা যায়।

কোন ধরনের জায়গার মধ্যে কেমন বাড়ি বানালে ভালো হবে এটা নিয়ে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই কোন স্পষ্ট ধারণা নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই কম খরচে লম্বা জমিতে একটি সুন্দর দোতলা বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নেব। সম্প্রতি নেট মাধ্যমে এই ডিজাইনটি বেশ ভাইরাল হয়ে উঠে এসেছে। আসুন সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

এই বাড়িটির একেবারে শুরুতে অর্থাৎ সামনের অংশে রাখা হয়েছে একটি কোচ। আপনারা চাইলে এর দুদিকে বেদীর মতন করে বসার জায়গাও তৈরি করে নিতে পারেন।। এবার মূল প্রবেশপথ দিয়ে বাড়ির ভেতরে গেলেই প্রথমে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং রুম এবং সিঁড়ির ঘর। আলাদা করে সিঁড়ির খরচ করার প্রয়োজন নেই একসাথেই রেখে দেবেন।

সেক্ষেত্রে অনেকটাই কিন্তু খরচ কম হয়ে যাবে। এবার ড্রয়িং রুম থেকে একটি সরু প্যাসেজ এর মতন করে আপনারা কিন্তু সহজেই বাড়ির অভ্যন্তরে চলে যেতে পারবেন। ভেতরে যাওয়ার পর ডান দিকে থাকছে একটি কমন টয়লেট এবং কিচেন। আর বাম দিকে থাকছে পরপর দুটো বেডরুম।

এর মধ্যে একেবারে শেষের বেডরুমটির সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। কিচেনের পরেও যে অংশটি ফাকা থাকবে সেখানে খুব সহজেই কিন্তু আরো একটা বেডরুম তৈরি হয়ে যাবে। অর্থাৎ ড্রয়িং রুম ছাড়া আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন তিনটে বেড রুম এবং দুটি বাথরুম।

যদি আপনারা দোতলা করতে চান সে ক্ষেত্রে সামনে থাকছে একটি বেলকনি। ড্রয়িং রুমের জায়গাটাতে একটি বেডরুম এবং মাঝখানের ফাকা প্যাসেজটি একটি লিভিং এরিয়া। বাকি জায়গাটি ঠিক যেমনভাবে গ্রাউন্ড ফ্লোরে বাথরুম এবং বেডরুম রাখা হয়েছে ঠিক তেমনভাবেই সাজানো হবে। আপনারা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী একটু অদল বদল করে নিতে পারেন।

সবমিলিয়ে এই বাড়িটি যদি আপনারা একতলা তৈরি করেন তাহলে খরচ পূর্বে প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি। পারফেক্ট ফিনিশিং সহকারে দোতলা তৈরি করতে চাইলে খরচ পড়বে প্রায় ৩৫ থেকে ৩৪ লক্ষ টাকার কাছাকাছি। তবে আপনারা যদি ইন্টেরিয়র ডেকোরেশন এবং জমির জন্য আলাদা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আরো কিছু বেশি পরিমাণে অর্থ হাতে রাখতে হবে। সব মিলিয়ে আমাদের আজকের এই ডিজাইন আপনাদের কেমন লাগলো তা একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/uzpufQ3H0rs

Back to top button