সোনার দামে আবারো হলো বড়সড় পরিবর্তন, জেনে নিন সাম্প্রতিক বাজারমূল্য

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ক্রমাগত হলুদ ধাতুর দামের উত্থান পতন হতেই থাকে।। তবে বিগত বেশ কিছু সময় ধরে বিয়ের সিজনে যেভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে চলেছে তা সাধারণ মানুষের কাছে সত্যিই খুবই চিন্তার বিষয়। লকডাউনের সময় থেকেই কিন্তু এই হলুদ ধাতুর মূল্য বৃদ্ধি মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে।

সাধারণত বিয়ের সিজনে গয়না কেনার জন্য অনেকেই আগে থেকে টাকা জমিয়ে রাখেন। তবে ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে এখন কিন্তু সেই টাকা দিয়েও সোনা আর কেনা সম্ভব হচ্ছে না। এখন তো সোনা কিনতে গেলে রীতিমতো দৈনন্দিন বাজারদরের উপর নির্ভরশীল থাকতে হয়, যে কখন দাম কমবে! আসুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সোনার সাম্প্রতিক বাজার দর।

১) বৃহস্পতিবার অর্থাৎ ৯ই মার্চ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম ৫৬,৭৫০ টাকা রয়েছে। এদিন কিন্তু সোনার দামের কোন রকমের পরিবর্তন হয়নি।

অন্যদিকে এদিন কলকাতায় বৃহস্পতিবার সকাল ৭টায় ২২ ক্যারাট গহনার সোনার ১০ গ্রামের দাম ৫৩,৮৫০ টাকা হয়েছে, যা রেকর্ড দামের (৫৬,৪০০) থেকে ২,৫৫০ টাকা কম। সুতরাং দাম এখনও যে বেশ ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত এদিন হলমার্ক সোনার দামও ছিল অপরিবর্তিত।

২) সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপোলি ধাতুর দামেও মাঝেসাজেই কিন্তু বড়সড় পরিবর্তন আসতে থাকে। বৃহস্পতিবার রুপোর দাম কিছুটা বেড়েছে। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৪,৬০০ টাকা রয়েছে। পাশাপাশি প্রতি কেজি খুচরো রুপোর দাম‌ এদিন রয়েছে ৬৪,৭০০ টাকা ।

Back to top button