সোনার দামে এলো বড়সড় পরিবর্তন, জেনে নিন আজকের বাজার দর









নিজস্ব প্রতিবেদন: গতকাল সপ্তাহের প্রথম দিনেও সোনার দাম ছিল অপরিবর্তিত। বিগত বেশ কিছু সময় ধরেই সোনার দামের উত্থান পতনের কারণে বেশ চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যেহেতু বিয়ের সিজন চলছে আর এই সময়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছেও সোনার গয়নার চাহিদা ব্যাপক রকমের থাকে তাই মূল্যবৃদ্ধির বাজার কিভাবে সামলানো হবে সেটা নিয়ে সবাই দুশ্চিন্তায় পড়েছেন।
এমনকি নিজেদের বিক্রি নিয়েও চিন্তায় পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে যেহেতু বিয়ের সিজন তাই কিছুই করার নেই। যদি আপনিও সম্প্রতি গহনা কেনার কথা চিন্তা-ভাবনা করছেন তাহলে একটু সাম্প্রতিক বাজারদরের উপর আপনাকেও নজর রাখতে হবে। চলুন তাহলে আর অপেক্ষা না করে জেনে নেওয়া যাক এই বাজার দর।




১) রবিবার অর্থাৎ ৫ই মার্চ ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার কোনো বিভাগেই দামের কোনো হেরফের হয়নি।গত সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ শুক্রবার সোনার দাম হ্রাস পেয়েছিল এবং তারপর আর কোনো বদল হয়নি। এবার রবিবারেও সোনার দাম থাকলো অপরিবর্তিত।




এদিন ২৪ ক্যারাট পাকা সোনার দাম রয়েছে ৫৬,৭০০ টাকা।রবিবার ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৩,৮০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম এদিন ছিল ৫৪,৬০০ টাকা।
২) সোনার দামের পাশাপাশি এদিন রুপোর দামও ছিল একেবারে অপরিবর্তিত।রবিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৬৪,২০০ টাকা ও এদিন প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬৪,৩০০ টাকা।











