সোনার দামে আসলো বড়সড় পরিবর্তন, জেনে নিন সাম্প্রতিক বাজারমূল্য

নিজস্ব প্রতিবেদন: নারী-পুরুষ নির্বিশেষে আজকাল অনেকেই কিন্তু সোনার গয়না পরিধান করতে খুব পছন্দ করে থাকেন। মহিলাদের জন্য যেমন বিভিন্ন নেকলেস থেকে শুরু করে কানের দুল অথবা নানান রকমের ডিজাইনার জুয়েলারি রয়েছে, ঠিক তেমনভাবেই ছেলেদের জন্য রয়েছে আংটি ব্রেসলেট থেকে শুরু করে নানান রকমের জিনিস।

যদিও আজকাল মূল্যবৃদ্ধির বাজারে মানুষের পক্ষে কিন্তু আর আগের মতন গয়না তৈরি করাটা সম্ভব হচ্ছে না। বরং দিন প্রতিদিন দামের উত্থান দেখে গয়না কেনার আগে রীতিমত বাজারদর মুখস্থ করে যেতে হচ্ছে। যেহেতু বিয়ের চলছে তাই এই সময়ে গয়নার বাজার চাহিদাটাও অত্যন্ত বেশি। আসুন আর সময় নষ্ট না করে সাম্প্রতিক বাজার দর জেনে নেওয়া যাক।

১) রবিবার অর্থাৎ ১২ই মার্চ সোনার দামে কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। এদিন‌ ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৫৬,৩০০ টাকা। ২২ ক্যারেট সোনার দশ গ্রামের দামও ছিল ৫৬,৩০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম‌ রয়েছে ৫৪,২০০ টাকা। এবার আসুন এক ঝলক রূপোলি ধাতুর উপরে নজর রাখা যাক।

২) রবিবার রুপোলি ধাতুর দামেও কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এদিন প্রতি কেজি রুপোর বাটের দাম রয়েছে ৬১,৯৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজি খুচরো রুপোর দাম রবিবার ৬২,০৫০ টাকায় অবস্থান করছে।

Back to top button