মার্চ মাসে বাড়িতে থাকা জামরুল গাছের এইভাবে করুন পরিচর্যা, শুধুমাত্র একটা সার প্রয়োগেই গাছ ভরে যাবে ফুলে ফলে









নিজস্ব প্রতিবেদন: যারা বাড়িতে ফলের গাছ রাখতে পছন্দ করে থাকেন তাদের সকলের জন্যই জামরুল কিন্তু একটি অত্যন্ত পছন্দের গাছ। মার্চ মাস চলাকালীন এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু কিছু বিশেষ পরিচর্যা করতে হবে। তাহলে পরবর্তী সময়ে আপনারা প্রচুর পরিমাণে মুকুল পেয়ে যাবেন।
তবে তার আগে জানিয়ে রাখি যদি এই সময় গাছের পাতার নিচে আপনারা এক ধরনের সাদা ছোপ দেখতে পান তাহলে সেটা কিন্তু খুবই খারাপ লক্ষণ। এই সাদা ছোপগুলো হল সাদামাছির ডিম। যা গাছের জন্য খুবই ক্ষতিকারক। এটি দূর করার জন্য কিন্তু আপনাকে ইমিটা ক্লোরোফিল জাতীয় কীটনাশক দ্রুত ব্যবহার করতে হবে। এটা এমন একটা কীটনাশক যা খুব সহজেই সাদামাছিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে।




যারা জামরুল গাছে পরবর্তীতে প্রচুর পরিমাণে মুকুল আনতে চান তারা অবশ্যই এই বিশেষ জায়গাটি ফলো রাখুন। প্রচুর মুকুল আনার জন্য গাছে কিন্তু আপনাদের শুধুমাত্র একটা সার ব্যবহার করতে হবে। এই সারটির নাম হল
NPK 0050 । এরমধ্যে শুধুমাত্র পটাশ রয়েছে নাইট্রোজেন বা ফসফরাস কিন্তু নেই।




তাই ফুল আনার জন্য এই সারটা ব্যবহার করা হয়ে থাকে। এক লিটার জলের মধ্যে চার গ্রাম পরিমাণে এটি দিলেই কাজ হয়ে যাবে। এটি যেমন গাছের পাতায় আপনারা স্প্রে করতে পারবেন ঠিক তেমন ভাবেই গাছের গোড়াতেও সরাসরি দিয়ে দিতে পারবেন।
আপনারা চাইলে বাড়িতে থাকা জামরুল গাছে মিরাকুল্যানো স্প্রে করতে পারেন। এটি দিলেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এক লিটার জলে এক মিলি পরিমাণে প্রয়োগ করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। সুতরাং এবার থেকে বাড়িতে থাকা গাছের আপনারা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এভাবে পরিচর্যা করে সেগুলোকে বড় করে তুলতে পারেন।।কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।











