মাত্র ১ গ্রাম ওজন থেকে সোনায় বাঁধানো দুর্দান্ত ১০ টি পলার কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না মানুষের আবেগের সাথে বহু সময় ধরেই কিন্তু জড়িত রয়েছে। প্রাচীন কাল থেকেই বিভিন্ন রীতিনীতিতে সোনার ব্যবহার প্রচলিত রয়েছে। এখন যদিও মূল্যবৃদ্ধির বাজারে মানুষ আর আগের মতন সোনার ব্যবহার করতে পারেন না, তবে যে কোন বিশেষ দিনে বা উৎসব অনুষ্ঠানের সময় স্বর্ণের গহনার কিন্তু কোন বিকল্প হয় না।
যতই অসুবিধা হোক না কেন মানুষ কিন্তু চেষ্টা করেন অর্থ জমিয়ে হলেও সোনার গয়না তৈরি করে নেওয়ার। এই গহনা যে শুধুমাত্র আবেগ হিসেবে কাজ করে তা নয়, ভবিষ্যতের ইনভেসমেন্ট হিসেবেও কিন্তু এটা কাজে লাগানো যেতে পারে।




আজ সনাতন ধর্মাবলম্বী হিন্দু মহিলাদের উদ্দেশ্যে কিছু লেটেস্ট ডিজাইনের সোনার পলা বাধানোর কালেকশন শেয়ার করে নিতে চলেছি।। খুবই হালকা ওজনের মধ্যে এই পলাগুলো তৈরি করা হয়েছে। আসুন এবার ডিজাইনগুলো দেখে নেওয়া যাক।
১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই যে কলকা ডিজাইনের মুখ পলার কালেকশনটি আপনাদের দেখাতে চলেছি সেটা কিন্তু এক কথায় ভীষণ ইউনিক আর ট্রেন্ডি। এই ডিজাইনটির আনুমানিক দাম পড়বে ২৬,৯৫০ টাকা।




২) কিছুটা চ্যানেল আর কিছুটা বরফির মতন ডিজাইনের এই পলা বাঁধানো টা তৈরি করা হয়েছে। যে কোন বয়সের মহিলারাই কিন্তু এটা পরিধান করতে পারবেন। দাম পড়বে মোটামুটি ১৮ হাজার ৫০০ টাকা।
৩) এবার আপনাদের সাথে যে কালেকশনটা শেয়ার করে নিতে চলেছি সেটা একটা সম্পূর্ণ চ্যানেল পলার ডিজাইন। চ্যানেলের উপরে সোনা বসিয়ে তার মধ্যে ঝিলে কাটা কাজ করা রয়েছে এখানে। ৪৭,৩০০ টাকা এটা তৈরি করতে গেলে আপনাদের খরচ হবে।




৪) এবার আপনাদের জন্য একটা পলা বাঁধানোর ব্রাইডাল কালেকশন নিয়ে এসেছি। বেশ চওড়া ধরনের একটা পলার মধ্যে বক্সের মতন করে ডিজাইন করা রয়েছে এখানে। দাম পড়বে মোটামুটি ৪১ হাজার ২০০ টাকা।
৫) খুবই হালকা ডিজাইনের মধ্যে রেগুলার ইউজের জন্য একটা বলা বাধানো দেখে নিন। চার কোনা বরফির মতন এটার উপরে কাজ করা রয়েছে। ৯,১০০ টাকা এটা তৈরি করতে গেলে আপনাদের খরচ করতে হবে।




৬) বিভিন্ন ধরনের নকশা করার মধ্যে শাখা আর পলার মেলবন্ধনে তৈরি একটা পেস্টিং ডিজাইন দেখে নিন। উৎসব অনুষ্ঠানের দিনগুলির জন্য এই কালেকশনটা কিন্তু এক কথায় দারুন। তৈরি করতে গেলে মোটামুটি ১৫ হাজার টাকার কাছাকাছি খরচ পড়বে।
৭) এবার যে পলা বাঁধানোর কালেকশনটি আপনারা দেখছেন সেটা রেগুলার ইউজের জন্য খুবই আদর্শ। একেবারে সরু চ্যানেলের মধ্যে এটাই সোনার বাধানো কাজ করা রয়েছে। দাম পড়বে মোটামুটি ২৮ হাজার টাকা।




৮) ঘটের মতন করে ডিজাইন করা আরো একটি মুখ পলার কালেকশন দেখে নিন। দুর্দান্ত এই কালেকশনটি কিন্তু নববধূদের হাতে দারুন মানাবে। রেগুলার ইউজের জন্যও নিতে পারেন। দাম পড়বে মোটামুটি ২৭ হাজার টাকা।




৯) এবার যে পলা বাঁধানোর কালেকশনটি আপনারা দেখছেন সেটা অনেকটা বাধানো চূড়ের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটার মধ্যে ছোট ছোট বল দিয়ে সোনার ডিজাইন করা রয়েছে। খুবই হালকা ওজনের এই কালেকশনটির দাম পড়বে মোটামুটি ৪২ হাজার টাকার কাছাকাছি।
১০) এবার চলে আসা যাক আমাদের প্রতিবেদনের একেবারে শেষ কালেকশনে। শাখা আর পলার মেলবন্ধনে একসাথে তৈরি এবং বিভিন্ন ধরনের নকশা করা এই ডিজাইন টা নিশ্চয়ই সকলের পছন্দ হবে। দাম পড়বে মোটামুটি ১৭ হাজার টাকা।











