নামমাত্র পুঁজিতে শুরু করে দেখুন এই দুর্দান্ত লাভজনক গোপন ব্যবসা, মাসের শেষে লাভের পরিমাণ দেখে অবাক হবেন আপনিও









নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহ করার জন্য আপনারা অনেকেই হয়তো বর্তমানে একটি ভালো ব্যবসার সন্ধানে রয়েছেন যেখানে খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে স্পষ্ট ধারণা না থাকার জন্য অনেকেই হয়তো এই ক্ষেত্রে কোন রকম সুবিধা করে উঠতে পারেননি।
কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনে যে ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা কিন্তু দেশের প্রতিটা বাজারেই সমানভাবে চলবে। এই ব্যবসাটি হল হ্যাচারীর ব্যবসা যা নামমাত্র পুঁজিতেই আপনারা ১০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে শুরু করে ফেলতে পারবেন। এই ব্যবসা শুরু করার কিন্তু বিশেষ কিছু ধাপ রয়েছে যেগুলো প্রথমেই আপনাকে জেনে নিতে হবে যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়।




হ্যাচারির ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমেই কিন্তু প্রয়োজনীয় জায়গার জোগাড় করে নিতে হবে। তারপর ইনকিউবেটর মেশিন বসিয়ে আপনাকে ডিম থেকে বাচ্চা তৈরি করার ব্যবস্থা করতে হবে।। এই ইনকিউবেটর মেশিন হল এমন একটি মেশিন যেখানে হাঁস বা মুরগির ডিম তা দিয়ে খুব সহজেই বাচ্চা করা হয়ে থাকে।
বর্তমান সময়ে খাদ্যদ্রব্য হিসেবে আমাদের দেশের বাজারে মাংস এবং ডিমের চাহিদা ঠিক কতখানি রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। সুতরাং এই ব্যবসা যে আপনাকে লাভ এনে দেবে তাতে কোন রকমের কোন সন্দেহ নেই।। হ্যাচারি বা ইনকিউবেটরের ব্যবসা শুরু করার জন্য জায়গা এবং মেশিনের জোগাড় করে নেওয়ার পরে আপনাকে মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে।




যেহেতু এটা চাহিদা সম্পন্ন জিনিসের ব্যবসা তাই মার্কেটিং করতে গিয়ে কিন্তু আপনাকে কোন রকমের সমস্যার মুখোমুখি হতে হবে না।। লোকাল মার্কেট থেকে শুরু করে যে কোন জায়গাতেই আপনারা এই ব্যবসা করতে পারবেন। নামমাত্র পুঁজিতে যেহেতু এই ব্যবসা শুরু করা যায় তাই মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য এটা একেবারে উপযুক্ত। আপনারা চাইলে এই ব্যবসা সম্পর্কে আরও বিশদে জানার জন্য আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন। ইনকিউবেটর মেশিন কিনতে চাইলে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন।
Hatchery and manufacturing
Karimpur farmer more
Nearest to geetanjali
Nadia, west bengal
Mob : 9883564558











