নামমাত্র পুঁজিতে শুরু করে দেখুন এই গোপন ব্যবসা, মাস গেলে ইনকাম হবে ৩ লক্ষ টাকার কাছাকাছি









নিজস্ব প্রতিবেদন: বিগত বেশকিছু সময় ধরেই আমাদের দেশের বাজারে প্রধান জীবিকা হিসেবে ধরা দিয়েছে ব্যবসা। ব্যবসা হল এমন একটা প্লাটফর্ম যার সাহায্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু ভালো অংকের অর্থ উপার্জন করা সম্ভব। একটু আশেপাশের নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন যে সমস্ত মানুষ অল্প সময়ের মধ্যেই প্রচুর টাকার মালিক হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উপার্জনের মাধ্যম ছিল ব্যবসা।
এই প্ল্যাটফর্মের সাহায্য ছাড়া কখনই কিন্তু নিজেদের জীবনে আপনারা এগোতে পারবেন না আজকালকার যুগে। তবে অবশ্যই আপনাকে একটি সঠিক ব্যবসা শুরু করতে হবে যাতে বিনিয়োগ হবে কম আর উপার্জনের পরিমাণ হবে প্রচুর মাত্রায় বেশি। সঠিক উপার্জন পেতে গেলে কিন্তু আপনাকে সঠিক বাজার চাহিদাও বজায় রাখতে হবে।




আজ আমরা এমন একটি চাহিদা সম্পন্ন প্রোডাক্টের ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা গ্রাম শহর নির্বিশেষে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দেশে ভীষণভাবে প্রয়োজনীয়। মুদিখানা থেকে শুরু করে কসমেটিকসের দোকান বা শপিং বা যে কোন জায়গায় কিন্তু আপনাদের এই জিনিসটার প্রয়োজন হয়ে থাকে।
জিনিসটি হল বায়ো-ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ। প্লাস্টিক ব্যান হয়ে যাবার পর থেকেই আমাদের দেশের বাজারে এই ধরনের বায়ো-ডিগ্রেডেবল ক্যারিব্যাগের প্রয়োজনীয়তা আর চাহিদা বেড়েছে ব্যাপক রকম। 180 দিনের মধ্যেই কিন্তু এগুলো পচনশীল হয়ে পড়ে। সুতরাং পরিবেশ দূষণের কোন বালাই নেই বলাই যায়। এই ব্যবসা শুরু করতে গেলে আপনাদের মোটামুটি ৫০০ থেকে ১ হাজার স্কয়ার ফিট মতন জায়গার প্রয়োজন। সঙ্গে প্রয়োজন হবে মেশিনের পারফেক্ট সেট আপ।




মেশিনের সেটআপ কিভাবে করবেন বা কিভাবে সেটা থেকে বায়োডিগ্রেডেবল ক্যারিব্যাগ বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা হবে সেটা জানতে হলে আপনাদের আমাদের সঙ্গে থাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে হবে। যদি আপনাদের নিজস্ব দোকানঘর থাকে সেখান থেকেও আপনারা যেমন এগুলো বিক্রি করতে পারবেন ঠিক তেমনভাবেই লোকাল মার্কেটের বিভিন্ন জায়গায় আপনারা এগুলো চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে পারেন।।




শুধুমাত্র নিজস্ব এলাকা বা রাজ্যের অভ্যন্তরে নয় এর বাইরেও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সাপ্লাই দিয়ে কাজ করতে পারবেন। যদি আপনি এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন এবং মেশিন কিনতে হয় সেক্ষেত্রে নিচে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা দেওয়া রইল। এখান থেকে মেশিন কিনলে ইনস্টলেশন থেকে শুরু করে টেকনিশিয়ানের মাধ্যমে প্রশিক্ষণসহ আরো বেশ কিছু সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। মেশিনের উপরেও কিন্তু থাকছে ওয়ারেন্টি আর গ্যারান্টি।
Global industries
Address :26/3 Ram kumar ganguly lane,shalimar,howrah
Near – Bataitala bus stop
Contact : 9319007757/9319007765











