নামমাত্র পুঁজিতে শুরু করে ফেলুন এই সহজ লাভজনক ব্যবসা, মাস গেলে আয় হবে ৪০ হাজার টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন: কথাতেই রয়েছে ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। অর্থাৎ যেকোনো ব্যবসা বাণিজ্য শুরু করলেই সেখানে অধিষ্ঠান করে থাকেন দেবী লক্ষী। তবে তারপরেও কিন্তু আমাদেরই কিছু ভুলের কারণে ব্যবসা আমরা দাঁড় করাতে পারিনা অথবা তুমুল লোকসানের মুখোমুখি পড়ি। এই ভুলগুলোর মধ্যে অন্যতম হলো সঠিক পণ্য না বেছে নেওয়া।

ব্যবসা এমনভাবে করা উচিত যেখানে বিনিয়োগ কম এবং প্রোডাক্টের বাজার চাহিদা সারা বছর ধরেই সমানতালে থাকবে। কোন মানুষ যখন এই নিয়মের বিপরীতে গিয়ে ব্যবসা শুরু করার কথা ভাবেন তখনই ঘটে বিপত্তি।

আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই সমস্ত জিনিসের মধ্যেই সামঞ্জস্য বজায় রেখে একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। যে আইডিয়াটার কথা বলবো তাতে শুধুমাত্র একটা মেশিন বসিয়ে আপনারা দুই ধরনের ব্যবসার কাজ চালাতে পারবেন।।

আজ আমরা বলব পাঠক বন্ধুদের একটি অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য অর্থাৎ চাওমিন এবং সীমাই তৈরির ব্যবসার কথা। ভাত বা রুটির পরে আমাদের মেইন কোর্সের মধ্যে থাকা একটি খাবার বলতেই কিন্তু চাওমিন এর কথা বলা যেতে পারে। সকালের জলখাবার থেকে শুরু করে রাতের ডিনারের মধ্যে অনেকেই কিন্তু এটাকে খাবার হিসেবে গ্রহণ করে থাকেন।

একটু লক্ষ্য করলেই দেখবেন সকালের জলখাবারে যেমন এই নুডুলস বা চাওমিন পরিবেশন করা হয়ে থাকে ঠিক তেমনভাবেই কিন্তু দুপুরের লাঞ্চে অথবা বিকেলের টিফিনের পাশাপাশি রাতের ডিনারেও এটাকে দেওয়া হয়।। শুধুমাত্র গৃহস্থ্য বাড়িতেই যেটা তৈরি করা হয় এমনটা নয় হোটেল-রেস্টুরেন্ট অথবা ফাস্টফুড সেন্টারগুলোতে কিন্তু রয়েছে এর ব্যাপক চাহিদা।।

অন্যদিকে খাবারের শেষপাতে ডেজার্ট হিসেবে সিমাই তৈরি কিন্তু বিশেষভাবে জনপ্রিয়। সুতরাং আপনারা যদি এই সীমাই তৈরির ব্যবসা ও শুরু করেন তাহলেও কিন্তু কখনো লোকসানের মুখোমুখি পড়তে হবে না। আজ আমরা আপনাদের এমন একটি মেশিনের কথা বলব যেখানে একসাথেই এই দুটো ফুড প্রোডাক্ট আপনারা তৈরি করে বাজারজাত করতে পারবেন।

ঘন্টায় প্রায় 40 থেকে 45 কেজি পর্যন্ত এখানে আপনাদের প্রোডাকশন থাকবে এবং লাভের পরিমাণটাও হবে মারাত্মক। এই দুটো ফুড প্রডাক্টের কেমন বাজার চাহিদা রয়েছে তা আমরা প্রতিবেদনের প্রথম অংশেই বিস্তারিত উল্লেখ করে দিয়েছি। সুতরাং আপনারা একেবারে নিশ্চিন্তে চোখ বুজে এই ব্যবসার কাজ শুরু করতে পারেন।

মেশিনটি থেকে কিভাবে আপনারা চাওমিন বা সেমাই তৈরি করবেন সেটা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। একটু বিস্তারিত দেখলেই আপনারা বুঝতে পারবেন। সব থেকে সুবিধার ব্যাপার এই ব্যবসা শুরু করার জন্য বাড়ির ২২০ ভোল্ট ইলেকট্রিসিটিতেই অর্থাৎ সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতে কিন্তু আপনারা কাজ চালাতে পারবেন।

ট্রেড লাইসেন্স ছাড়া আর অন্য কোন লাইসেন্সের প্রয়োজন পড়বে না। আপনারা যারা এই ব্যবসার কাজ শুরু করতে চাইছেন নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে মেশিন এবং কাঁচামাল কিনে নিতে পারেন।

Indian machinery.
Sodepur, prajatantrapally.
Kolkata.
Contact : 8597204256/9748205909/8420746487.

Back to top button