মাত্র ১৫ হাজার টাকা পুঁজিতে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা! মাসে ইনকাম হবে ব্যাপক!









নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল সাধারণ মানুষের কাছে একটা এমন মাধ্যম যার সাহায্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে খুব সহজেই। তবে তার জন্য আপনাকে অবশ্যই একটা সঠিক পণ্য নিয়ে ধারণা থাকতে হবে যাতে ব্যবসা শুরু করার পরে কোন রকমের সমস্যার মধ্যে না পরতে হয়।।
কারণ যদি সঠিক পণ্য নিয়ে আপনারা ব্যবসা না করেন তাহলে কিন্তু কোনভাবেই উপার্জন করতে পারবেন না। আজ আমরা তাই একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রতিবেদনটা শেয়ার করে নেবেন, যাতে আপনাদের পরিচিত অন্যান্য ব্যক্তিবর্গরাও এই আইডিয়া থেকে নিজেদের কাজ শুরু করতে পারেন।




কিসের ব্যবসার কথা বলা হচ্ছে?
আজ আমরা বলব পেপার প্লেট তৈরির ব্যবসার কথা।এই ব্যবসা শুরু করার জন্য আপনারা দুই ধরনের মেশিন পেয়ে যাবেন। এরমধ্যে একটি মেশিন হল হাইড্রোলিক এবং অপরটি হল অটোমেটিক। অটোমেটিক মেশিনের সাহায্যে কিন্তু আপনারা বাটিও তৈরি করে নিতে পারবেন খুব সহজে।




মাত্র ১৫ হাজার টাকা থেকে মেশিনের স্টার্টিং প্রাইজ রয়েছে। অর্থাৎ মধ্যবিত্ত সাধারণ মানুষ কিন্তু খুব সহজেই এই ব্যবসা শুরু করার কাজে এগিয়ে আসতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে আপনাদের শুধুমাত্র ট্রেড লাইসেন্স বানিয়ে নিলেই কাজ হয়ে যাবে।।
মেশিন থেকে পণ্য উৎপন্ন করার পরে অর্থাৎ পেপার প্লেট তৈরি করার পরে এগুলো খুব সহজেই কিন্তু আপনারা ফ্যাক্টরিতে অথবা সরাসরি দোকানেও বিক্রি করে ফেলতে পারবেন। আপনাদের যদি মূলধন বেশি থাকে সেক্ষেত্রে একটু বেশি অর্থ খরচ করে কিন্তু আরো বেশি ক্যাপাসিটির মেশিনও আপনারা কিনতে পারেন যাতে প্রোডাকশন বেশি হয়।




এবার আমরা আপনাদের সাথে এমন একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা শেয়ার করে নেব যেখান থেকে আপনারা সরাসরি মেশিন আর কাঁচামাল কিনে নিজেদের কাজ শুরু করে নিতে পারবেন। সম্পূর্ণ ইনস্টলেশন আর প্রশিক্ষণ কিন্তু এখান থেকে বিনামূল্যেই দেওয়া হবে।
The royal enterprise.
Nadia, west bengal.
Contact : 6294476169.











