একদম কম খরচে শুরু করুন এই সহজ লাভজনক ব্যবসা, প্রতিদিন ইনকাম হবে ৩ হাজার টাকা পর্যন্ত আর প্রোডাক্টের চাহিদাও থাকবে গোটা বছর

নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করা মানুষের জীবনের একটি প্রধান লক্ষ্য। কারণ কখনোই ভালোভাবে অর্থ উপার্জন না করলে কিন্তু আপনারা জীবনে টিকে থাকতে পারবেন না। উপার্জন করার জন্য মানুষের কাছে প্রচুর রাস্তা রয়েছে তবে এর মধ্যে প্রধান রাস্তা দুটি হল চাকরি এবং ব্যবসা। দীর্ঘ সময় পর্যন্ত সরকারি এবং বিভিন্ন বেসরকারি বড় কোম্পানির চাকরি ছিল মানুষের কাছে একেবারে মূল্যবান সম্পদ।

তবে লকডাউনের পরবর্তী সময় থেকেই এই চাকরির বাজার খুবই দুর্বল হয়ে পড়েছে। ফলস্বরূপ সাধারণ মানুষ আর কোনভাবেই লড়াই চালাতে পারছেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে যে ব্যবসার আইডিয়াটি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি সেটা একেবারেই কম খরচে শুরু করবেন আর লাভও থাকবে গোটা বছর ধরে। একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন জিনিস রবার এবং হেয়ার ব্যান্ডের ব্যবসার কথা আজ আমরা বলবো।

বিভিন্ন দোকান বাজার বা আমাদের বাড়িতে নানান রকম জিনিস প্যাকিং করার কাজে যেমন রবার ব্যবহার করা হয়, ঠিক তেমনভাবেই চুল বাঁধার কাজেও কিন্তু এটাকে কাজে লাগানো হয়ে থাকে। অন্যদিকে রয়েছে হেয়ার ব্যান্ড। এটাও কিন্তু আপনারা চুল বাঁধার কাজে ব্যবহার করতে পারবেন। সুতরাং স্থানীয় মার্কেটে বা বিভিন্ন কসমেটিকসের দোকানে এই প্রোডাক্টের কতখানি চাহিদা রয়েছে তা হয়তো আর আপনাকে আলাদা করে বলতে হবে না।

এই ব্যবসাটি করার জন্য শুধুমাত্র একটা মেশিন আপনাকে কিনতে হবে এবং কাঁচামাল হিসেবে রাখতে হবে বিভিন্ন ধরনের রবারের সিট। পাঠক বন্ধুদের সাথে আজ যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা শেয়ার করে নেব সেখানেই কিন্তু আপনারা মেশিন সহ কাঁচামাল পেয়ে যাবেন। সুতরাং আপনাকে আর আলাদা কোন জায়গায় ঘোরাঘুরি করতে হবে না।

একটা ছোট ঘরের মধ্যেই বা বাড়ির কোন কোণাতেই মেশিন বসিয়ে প্রাথমিক অবস্থায় এই ব্যবসার কাজ আপনারা শুরু করতে পারেন। তারপর এগুলোকে সরাসরি বাজারজাত করার ব্যবস্থা করতে হবে। বাজারজাত করার জন্য আপনারা যেমন লোকাল মার্কেটের বিভিন্ন দোকানে যোগাযোগ করতে পারেন ঠিক তেমন ভাবেই দেখতে পারেন বিভিন্ন কসমেটিক্সের দোকানে খোঁজ করে।

ট্রেড লাইসেন্স প্রথমেই তৈরি করিয়ে রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়। এই ব্যবসা যারা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে মেশিন কেনার জন্য এবং অন্যান্য সুবিধার্থে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা নিচে উল্লেখ করে দেওয়া হলো।

Indian machinery.
Sodepur, prajatantrapally.
Kolkata.
Contact : 8597204256/9748205909/8420746487.

Back to top button