কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজের এলাকায় শুরু করুন এই ডিমান্ডিং ব্যবসা,মাস গেলে আয় হবে দেড় লাখ টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য সাধারণ মানুষের কাছে প্রচুর রাস্তা রয়েছে। ব্যবসা এবং চাকরি হল এর মধ্যে অন্যতম। বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু মধ্যবিত্ত সাধারণ বাঙালিদের মধ্যে ব্যবসা শুরু করার মতন সাহস বা মূলধন থাকে না তাই তারা চাকরির পথ বেছে নিয়ে থাকেন।

তবে এখন সরকারি আর বেসরকারি উভয় চাকরির রাস্তাই কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে। সুতরাং জীবিকা নির্বাহের জন্য মানুষের কাছে প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ব্যবসা। কিন্তু এই পথে রয়েছে নানান ধরনের বাধা-বিপত্তি এবং সমস্যা। যদি আপনারা সঠিক ব্যবসার পথ বেছে না নিতে পারেন তাহলে কোন ভাবেই কিন্তু লাভবান হতে পারবেন না।

আজ আমরা কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আপনাদের এলাকায় শুরু করা যাবে এমন একটি ব্যবসার আইডিয়া দেব। নামমাত্র ইনভেস্টমেন্টে এই ব্যবসা যদি আপনারা সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে মাস গেলে আয় হবে দেড় লক্ষ টাকা পর্যন্ত।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া আলোচনা করব। এটি হলো শাটার রোলিং এর ব্যবসা। রোলারের পরিমাণ অনুযায়ী মেশিন কিনে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের শাটার এখান থেকে তৈরি করতে পারবেন‌। এই শাটার দোকান বা গ্যারেজ প্রভৃতি জায়গা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই কিন্তু কাজে লেগে থাকে।

বাজারে অত্যন্ত চড়া দামে কিন্তু এগুলো বিক্রি করা হয়। গ্রাম শহর নির্বিশেষে দেশের প্রত্যেকটি বাজারেই রয়েছে এর প্রয়োজনীয়তা। এবং আপনাদের আশেপাশে একটু লক্ষ্য করে দেখলেই বুঝবেন যে এই ব্যবসার কিন্তু খুব একটা প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে।

এই শাটার তৈরির ক্ষেত্রে যে মেশিনটা রয়েছে তার প্রাথমিক দাম শুরু হচ্ছে ২ লক্ষ ৮৫ হাজার টাকা থেকে। এবার আপনারা যত রোলিং নিতে চান সে অনুযায়ী কিন্তু এর আকার আর দাম দুটোই বাড়তে থাকবে। কিভাবে শাটার তৈরি করা হবে এবং কিভাবে এই মেশিন কাজ করবে সেটা জানতে হলে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন।

যে ২ লক্ষ ৮৫হাজার টাকার মেশিনটির কথা আমরা বললাম সেটা প্রতি ঘন্টায় কিন্তু ২০০ কিলো পর্যন্ত প্রোডাকশন দেবে। যদি দিনশেষে আপনি ৫০০ কিলো মাল ও বিক্রি করে থাকেন তাহলে দিনশেষে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত মুনাফা হবে। যারা এই ব্যবসার ক্ষেত্রে নতুন তারা যদি আমাদের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন আরো অন্যান্য কাঁচামাল কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত ধরনের বিষয় আপনাকে বুঝিয়ে দেওয়া হবে।

পাশাপাশি ইউনিটের তরফ থেকে টেকনিশিয়ান গিয়ে মেশিনের ইনস্টলেশন থেকে শুরু করে অন্যান্য সকল দায়িত্ব বহন করবে। অর্থাৎ একজন নতুন ব্যবসায়ী হিসেবে আপনাকে সম্পূর্ণ রেডি করেই কিন্তু দেওয়া হবে।

এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করার জন্য শুধুমাত্র ট্রেড লাইসেন্স এর প্রয়োজনীয়তা থাকছে যেটা অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন। মেশিন বসানোর জন্য জায়গার প্রয়োজনীয়তা নির্ভর করবে আপনারা কটা রোলারের মেশিন নিচ্ছেন তার উপরে!

উপরে যে মেশিনটির কথা আমরা বলেছি সেটার জন্য ৫ ফিট বাই ১০ ফিটের একটা জায়গার প্রয়োজন। শাটারের প্রোফাইল তৈরি করার পরে কিন্তু মার্কেটিং এর জন্যও ইউনিটের তরফ থেকে বেশকিছু সাহায্য দেওয়া হবে।

Saha enterprise & engineering
Prop : Santanu saha
Contact : 9205080039/8497596193
Kaliganj daspara, Plassey,Nadia, west bengal

Uluberia branch
Katila, banitala, Uluberia-711316
Contact : 6296046300

Back to top button