বেকার বসে না থেকে নামমাত্র পুঁজিতে শুরু করে ফেলুন এই ব্যবসা,মাস গেলে নিশ্চিত ইনকাম হবে ৫০ হাজার টাকা পর্যন্ত









নিজস্ব প্রতিবেদন: করোনা আবহ শেষ হওয়ার পর থেকেই দেশের বাজারে সাধারণ মানুষের জন্য চাকরির পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। লকডাউন চলাকালীন বহু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে কাজ হারিয়েছেন অনেক মানুষ। এখন তাই বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসা শুরু করার জন্যই মনোযোগ দিয়েছেন।
কারণ একটি ভালো ব্যবসা ছাড়া কখনোই কিন্তু আপনাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া হবে না। আজ আমরা কোভিড পরবর্তী পর্যায়ে একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি যেটা ভীষণভাবে প্রয়োজনীয় আর চাহিদা সম্পন্ন। নিশ্চয়ই আপনারা ভাবছেন আজ আমরা কিসের ব্যবসার কথা বলব! চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।




কোন ধরনের ব্যবসা শুরু করবেন?
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শেয়ার করে নিতে চলেছি, পেপার কাপের ব্যবসার কথা। মহামারী চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষ কিন্তু সাধারণ গ্লাস বা কাপের পরিবর্তে এই কাগজের কাপ বা পেপার কাপ ব্যবহার করতেই বেশি স্বচ্ছন্দ।।




শুধুমাত্র তাই নয় এমনিতেও অনুষ্ঠান বাড়ি বা অনেক গৃহস্থ বাড়িতেও ঝামেলা এড়ানোর জন্য এই পেপার কাপ ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং যদি আপনারা এটি নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন তাহলে যেমন দেশের প্রতিটা বাজারে এটাকে বিক্রি করতে পারবেন, ঠিক তেমনভাবেই কিন্তু নিজেদের এক কোম্পানি দাঁড় করিয়ে ফেলতে পারবেন।
পেপার কাপের ব্যবসা শুরু করার জন্য যে মেশিনের সেটআপ রয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই আমাদের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তৈরি করে ফেলতে পারবেন। এখানে শুধুমাত্র মেশিন কেনা নয় কিভাবে মেশিন টাকে অপারেট করা হবে!




কিভাবে আপনারা সেটা থেকে পেপার কাপ তৈরি করে মার্কেটিং করবেন সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আপনাকে সাহায্য করা হবে। সুতরাং যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একেবারে আদর্শ একটি ব্যবসা হতে চলেছে। নিশ্চিন্তে এই ব্যবসা থেকে প্রতিমাসে ৫০ হাজার টাকার কাছাকাছি আপনারা উপার্জন করতে পারবেন।




কোথা থেকে মেশিন কিনবেন?
যারা পেপার কাপের ব্যবসা শুরু করতে চান তাদের প্রথমেই বলব আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিন ভালোভাবে। তারপর এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানায় যোগাযোগ করলেই কিন্তু আপনারা মেশিন এবং অন্যান্য কাঁচামাল সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।
Company name: Cosmo paper works.
Address : Howrah,Mourigram,Nimtala(Near pepsi godown)
Contact : 9836468335/8240095074











