বেকার বসে না থেকে নামমাত্র পুঁজিতে শুরু করে ফেলুন এই ব্যবসা, প্রতিদিন আয় করতে পারবেন ৫ হাজার টাকা পর্যন্ত









নিজস্ব প্রতিবেদন; বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা ব্যবসা শুরু করার সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। যেহেতু চাকরির বাজার খুব একটা ভালো নয়, তাই বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসার প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা দারুন বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি যাক দুই রকম ভাবে আপনারা করতে পারবেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তেল মিলের ব্যবসার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি যা খুবই সামান্য পুঁজিতে কয়েকটি সহজ ধাপ অতিক্রম করে আপনারা শুরু করতে। এর জন্য আপনাকে একটা মিনি অয়েল মিল মেশিন কিনে নিতে হবে। তারপর এই মেশিন থেকে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী সরষের তেল নারকেল তেল অথবা বাদাম তেল তৈরি করে সেটাকে মার্কেটিং করে উপার্জন করতে পারবেন। এবার আপনারা চাইলে যেমন তেলের ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করতে পারেন। ঠিক তেমনভাবেই একটু অন্যভাবেও কিন্তু ব্যবসা করতে পারেন।




গ্রামাঞ্চলের নিকট জায়গাতে বসবাস করলে বা যেখানে একটু বেশি চাষাবাদ হয় সেই সমস্ত জায়গাতে বসবাস করলে কিন্তু আপনাদের এই দ্বিতীয় আইডিয়াটা ভীষণ রকম ভাবে কাজে লাগবে। এই দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে আশেপাশের মানুষজনকে নিজের ব্যবসার ব্যাপারে সবার আগে জানিয়ে দিতে হবে এবং তারপর তারা কিন্তু খুব সহজেই আপনার কাছে তেল ভাঙ্গাতে আসতে পারবে।
সুতরাং আপনারা বুঝতেই পারছেন দুরকম ভাবে এখানে আপনি উপার্জন করতে পারছেন আর ইনকামের পরিমাণটাও কিন্তু প্রচুর বেশি থাকছে কারণ এটা একটা দৈনন্দিন চাহিদা সম্পন্ন প্রোডাক্ট। আজকের এই বিশেষ বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে মেশিন কিনতে চাইলে বা অন্যান্য বিষয় জানতে চাইলে নিচের দেওয়ার ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
Karmakar machinery
Prop : sanjib Karmakar
Bandel, Hooghly
Contact : 6290610895/9749975982











