নামমাত্র পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, কয়েকদিনের মধ্যেই হবে প্রচুর ইনকাম









নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল সাধারণ মানুষের কাছে এমন একটা প্লাটফর্ম যেটা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে চাকরির বাজার দুর্বল হয়ে পড়েছে তাতে আর কোন উপায় নেই।
আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের ব্যবসা শুরু করার কথা ভেবেছেন, তবে আজকের এই প্রতিবেদনে যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা কিন্তু বর্তমান সময়ের একটা ভীষণ ইউনিক আর দুর্দান্ত ব্যবসা। চলুন তাহলে আর সময় নষ্ট না করে প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।




আজকের এই প্রতিবেদনে আমরা ফ্লাই অ্যাশের ইট তৈরির ব্যবসার কথা আপনাদের বলব।বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ব্যবসা কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। খুব সহজেই আপনারা একটি মাত্র মেশিন কিনে এই ব্যবসা দাঁড় করাতে পারবেন। এর জন্য আপনারা ম্যানুয়াল থেকে শুরু করে সেমি অটোমেটিক এবং অটোমেটিক মেশিন পেয়ে যাবেন বিভিন্ন ক্যাপাসিটির মধ্যে।
যার যেমন পুঁজি রয়েছে সেটা ইনভেস্ট করে খুব সহজেই নিজস্ব এলাকায় আপনারা এই ব্যবসা শুরু করতে পারবেন। আরো কয়েক বছরের মধ্যে কিন্তু এই ফ্লাই অ্যাশের ব্রিক তৈরির ব্যবসা একটি অত্যন্ত মূল্যবান ব্যবসায় রূপান্তরিত হয়ে যাবে।




বর্তমানে সাধারণ ইটের যেটা দাম রয়েছে তাতে সাধারণ বহু মানুষের পক্ষেই কিন্তু আর ঘরবাড়ি তৈরি করা সহজ হচ্ছে না।। তবে আপনারা যদি এই ফ্লাই অ্যাশের ব্রীক ব্যবহার করেন তাহলে কিছুটা হলেও সমস্যা মুক্ত হতে পারবেন। এখনো পর্যন্ত এই ব্যবসায় খুব একটা প্রতিদ্বন্দ্বিতা নেই।
মোটামুটি ৫০-৫৫ হাজারের মধ্যে আপনারা এই মেশিন খুব সহজেই কিনে নিতে পারেন। তবে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আরো বড় ক্যাপাসিটির মেশিনও কিন্তু সংগ্রহ করতে পারেন।। যদি একেবারে অল্প পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে ম্যানুয়াল অথবা সেমি অটোমেটিক মেশিন ব্যবহার করতে পারেন।




মেশিন থেকে ইট তৈরি করার পর আপনাদের তিন থেকে চার দিন খুব ভালো করে জল দিতে হবে যাতে ইট গুলোর মধ্যে কঠিনত্ব আসে। ব্যাস স্টেপ বাই স্টেপ এই কয়েকটা পদ্ধতি অবলম্বন করলেই আপনারা ফ্লাই অ্যাশের ইট তৈরি করে নিতে পারবেন। আপনারা ফ্লাই অ্যাশের র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল তৈরি করার জন্যই কিন্তু মিক্সচার মেশিনও সাথে কিনে নিতে পারেন।
আবার চাইলে এই মিক্সিং এর কাজ কিন্তু হাতেও করে নিতে পারেন। আপনারা যারা এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে মেশিন কিনতে চাইলে নিচের দেওয়া ঠিকানায় বা নম্বরের দ্রুত যোগাযোগ করে কথা বলে ফেলেন।
Indian machinery.
Sodepur, prajatantrapally.
Kolkata.
Contact : 8597204256/9748205909/8420746487.











