দিনে মাত্র ১ ঘন্টা কাজ করেই শুরু করুন এই ব্যবসা, মাস গেলে ইনকাম হবে ৩০ হাজার টাকার কাছাকাছি









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যাবসা হলো একটা এমন মাধ্যম যার সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবেন। একটা সময় পর্যন্ত মানুষ চাকরির উপরেই নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে আর সেই দিন নেই।
চাকরির বাজার এখন আগের তুলনায় অনেকটাই খারাপ হয়ে গেছে তাই সাধারণ মানুষ নির্ভর হয়ে পড়েছেন ব্যবসার উপরে। তবে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে লাভবান হওয়া যাবে সেটা নিয়ে অনেকেই কোন স্পষ্ট ধারণা তৈরি করতে পারেন না।




এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। এই ব্যবসার আইডিয়া যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না।
আজ আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ক্যাটেল ফিড বা গবাদি পশুর খাবার তৈরির ব্যবসার কথা। গবাদি পশুর এই খাবার তৈরি করার জন্য নানান ধরনের উপকরণ আপনাদের প্রয়োজন হতে পারে। যদিও বেশিরভাগটাই ঘরেই আপনারা পেয়ে যাবেন।




সরষের খোল থেকে শুরু করে ভুট্টার দানা অথবা বিভিন্ন উপকরণ দিয়ে খুব সহজেই একটি মাত্র মেশিনের সাহায্যে আপনারা এই ক্যাটেল ফিড বা খাবার তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন। যদি আপনাদের নিজস্ব ফার্মিং বা গবাদি পশুর ফার্ম থাকে তাহলে তো খুবই ভালো।




গবাদি পশু বলতে এখানে হাঁস বা মুরগি ছাড়াও গরু বা মাছের খাবারও কিন্তু আপনার এখানে তৈরি করতে পারবেন। একেবারে নামমাত্র পুঁজিতে মেশিন কিনে এই খাবার তৈরি করে প্যাকেজিং এর মাধ্যমে বাজারে যেমন বিক্রি করতে পারেন ঠিক তেমনভাবেই ব্যক্তিগত ব্যবহারে কাজে লাগাতে পারেন।
যদি আপনারা কেউ এই ব্যবসা শুরু করতে চান এবং এই পরিকল্পনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি মেশিন আপনারা আমাদের দেওয়া ঠিকানায় গেলে খুব সহজেই কিনে নিতে পারবেন।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500.











