মাত্র ২০ হাজার টাকার মধ্যে তিনটি মেশিন কিনে শুরু করে ফেলুন এই ব্যবসা, মাস গেলে আয় হবে ৬০০০০ টাকা পর্যন্ত









নিজস্ব প্রতিবেদন: যে কোন ব্যবসার শুরু করতে গেলেই আপনাদের প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে যে, যতটা সম্ভব কম বিনিয়োগে আপনারা ব্যবসার কাজ শুরু করবেন ঠিক ততটাই কিন্তু আপনারা লাভবান হবেন। বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে ব্যবসা শুরু করাটা একেবারেই অসম্ভব। উপরন্তু লকডাউনের পর থেকে মানুষের পরিস্থিতি আরো দুর্বল হয়ে পড়েছে আর্থিক দিক থেকে।
এই সময় দাঁড়িয়ে ব্যবসা হাতিয়ার হলেও এটা শুরু করা কিন্তু সোজা ব্যাপার নয়।। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে মাত্র ২০ হাজার টাকার মধ্যে তিনটি মেশিন কিনে আমরা আপনাদের ব্যবসা শুরু করার কথা বলব। মাত্র মেশিন কিনে আপনারা কি করবেন সেটা নয় কিভাবে সেটাকে অপারেট করতে হবে তাও কিন্তু আমরা এই প্রতিবেদনে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।




পাঠক বন্ধুদের উদ্দেশ্যে আজ আমরা শেয়ার করে নিতে চলেছি হাওয়াই চপ্পল তৈরির ব্যবসার কথা। বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু এই হাওয়াই চপ্পল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রেগুলার ইউজ থেকে শুরু করে যে কোন জায়গায় যাওয়ার জন্য এটাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে এর চাহিদা অনেক। সেই জায়গাতে দাঁড়িয়ে এই ব্যবসা যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু কখনই আপনাদের পিছিয়ে থাকতে হবে না।
মাস গেলে ৬০ হাজার টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন। এই হাওয়াই চপ্পল তৈরি করতে গেলে আপনাদের যে তিনটি মেশিন প্রয়োজন হবে তার মধ্যে একটি হলো কাটিং মেশিন যেটার মধ্যে সিটগুলো কাটা হবে। এরপর ডাইসের প্রয়োজন হবে এছাড়াও প্রয়োজন হবে ড্রিলিং মেশিন অর্থাৎ যেটা সাহায্যে ফিতে লাগানোর জন্য আপনারা ড্রিল করবেন।




কিভাবে স্টেপ বাই স্টেপ হাওয়াই চপ্পল তৈরি করা হচ্ছে সেটা জানতে হলে আপনারা কিন্তু আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানাও শেয়ার করে নিলাম। এখান থেকে আপনারা খুব সহজে মেশিন কিনে কাজ শুরু করতে পারবেন।
Das machinery
Address : Hasnabad,Madhyabazar,Angnara,west bengal-743426.
Landmark : Near ferry ghat, opposite kamlatala hotel.
Contact : 9163193819/8768079525.











