নামমাত্র পুঁজিতে মেশিন কিনে শুরু করুন এই ব্যবসা, জীবনভর করতে হবে না ইনকাম নিয়ে চিন্তা

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে তবে আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি আইডিয়া শেয়ার করে নেব যা সারা জীবনভর চলবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বর্তমান সময় দাঁড়িয়ে ব্যবসা শুরু করার কথা চিন্তা-ভাবনা করছেন।

যেহেতু দেশের বাজারে চাকরির অবস্থা খুব একটা ভালো নয় তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপার্জনের মাধ্যম হিসেবে আমরা বিকল্প জিনিস বলতে ব্যবসার কথাই বলতে পারি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা যে ব্যবসাটির কথা বলব সেই পণ্যটির সঙ্গে কিন্তু কম বেশি আপনারা সকলেই পরিচিত রয়েছেন এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত।

কিভাবে শুরু করবেন বিস্কুটের ব্যবসা?

শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা কোন ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। সকালের চা থেকে শুরু করে দিনের যে কোন সময় থেকে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই বিস্কুট খেতে অত্যন্ত পছন্দ করেন। ব্যক্তিগত পারিবারিক ব্যবহারের জন্য হোক অথবা কোন দোকান বাজারে সবকিছুতেই কিন্তু এটার চাহিদা রয়েছে।

তাই আপনি যদি বিস্কুট তৈরির ব্যবসা শুরু করেন এবং এই বিস্কুট গুলোকে বাজারজাত করেন সে ক্ষেত্রে কিন্তু উপার্জন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। মোটামুটি বিস্কুট তৈরীর জন্য আপনাদের প্রথমে একটা মিক্সার মেশিন কিনে নিতে হবে যেখানে সমস্ত কাঁচামাল গুলোকে মিক্স করা হয়ে থাকবে। এই মিক্সার মেশিনের দাম পড়বে ৫৫ হাজার টাকা।

যদি আপনি কমার্শিয়াল বিস্কুট তৈরির মেশিন কিনতে চান তাহলে দাম পড়বে ৩ লক্ষ টাকা। যদি অটোমেটিক মেশিন নেন তাহলে দাম পড়বে ৮-১০ লক্ষ টাকা। বিস্কুট গুলো তৈরি করার পরে আপনার কিন্তু বেকিং ওভেনের প্রয়োজন হবে।

মোটামুটি কমার্শিয়াল ওভেন পেয়ে যাবেন আপনারা ৬৫ হাজার টাকা থেকে। ক্যাপাসিটি অনুযায়ী এগুলো চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়। বিস্কুট গুলো তৈরি করার পরে প্যাকেজিং করার জন্য আপনাকে আবার আলাদা করে প্যাকিং মেশিন কিনতে হবে। এই মেশিন কেনার পরে বিস্কুট রেডি করে প্যাকেজিং করে আপনাকে সরাসরি নিজেদের দোকান থেকে অথবা লোকাল মার্কেটের সমস্ত দোকানের সাথে যোগাযোগ করে সেখানে সাপ্লাই দিয়ে উপার্জন করতে হবে।

যেহেতু এটা প্রতিদিনের চাহিদার মধ্যে রয়েছে তাই কখনোই উপার্জনের অভাব হবে না। এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের ফুড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স এর প্রয়োজন হবে যা অনলাইনে সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করলেই আপনারা খুব সহজে সংগ্রহ করে নিতে পারবেন।

যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে এই সমস্ত মেশিনের সেটআপ করে কিনে নিতে পারবেন। অনেক জায়গাতে কিন্তু এই মেশিন তৈরি করা হয়ে থাকে।যদি আপনি বাংলাদেশ থেকে আমাদের এই প্রতিবেদনটি পড়ছেন সে ক্ষেত্রে নিজের দেওয়া নম্বরে ফোন করলেই কিন্তু মেশিনের সম্পর্কে বিস্তারিত জানতে পেরে যাবেন।

Contact : 01879976968/01892813245

Back to top button