মাত্র ১৯ হাজার টাকায় মেশিন কিনে শুরু করুন এই ব্যবসা, মাস গেলে লাভের পরিমাণ দেখে অবাক হবেন আপনিও









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের জীবন ঠিক কতটা পরিবর্তন করে দিতে পারে একটি ব্যবসা সেটা সম্পর্কে হয়তো আপনাদের অনেকের কাছেই কোন স্পষ্ট ধারণা নেই।! বিগত বেশ কিছু সময় ধরেই এই ব্যবসার মাধ্যমে বহু মানুষ কিন্তু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করেছেন এবং নানান রকমের সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনেও আমরা পাঠক বন্ধুদের সাথে একটা দারুন ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেটা একেবারে নামমাত্র পুঁজিতে শুরু করা যাবে আর লাভের পরিমাণটাও হবে দুর্দান্ত। যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু আজকের এই বিশেষ সুযোগ কোন ভাবে মিস করবেন না।




আজ পাঠক বন্ধুদের সামনে আমরা একটা ১৯ হাজার টাকার মেশিন তুলে ধরব যেটা থেকে মাস গেলে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আপনারা উপার্জন করতে পারবেন।। এই মেশিনটি হল একটি মসলা তৈরি বা আটা তৈরীর মেশিন। ধান বা গম ভাঙ্গানো থেকে শুরু করে যে কোন মসলা এই মেশিনের সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন।
বাড়ির কোন কোণা থেকেই আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। যেমন নিজস্ব কাজে লাগাতে পারবেন; তেমনভাবেই কিন্তু আশেপাশের মানুষজনের ও কাজ করে দিয়ে উপার্জন করতে পারবেন এই ক্ষেত্রে। মোটামুটি যেহেতু এই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদের দৈনন্দিন চাহিদার সঙ্গে জড়িত সুতরাং ঠিক কতটা লাভ রয়েছে তা হয়তো আর আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই।।




আমরা আজকে আপনাদের সাথে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানাও শেয়ার করে দেব। এখানে আপনারা শুধুমাত্র যে এই আটা বা মসলা তৈরীর মেশিন পাবেন এমনটা কিন্তু নয়! বিভিন্ন ধরনের মেশিন আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। যার মধ্যে ২২ হাজার টাকায় পেয়ে যাবেন একটি চাল আর গম ভাঙ্গানোর টু ইন ওয়ান মেশিন, এছাড়াও রয়েছে মিক্সার মেশিন (চাউমিন এবং সীমাই মিক্স করতে পারবেন)। খুবই কম দামের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা মেশিন আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং ব্যবসা সংক্রান্ত সমস্ত ধরনের মার্কেটিং সাপোর্টও কিন্তু এখানে আপনাদের করা হবে।।
সুতরাং যারা এই ব্যবসা শুরু করতে চান তারা একেবারেই দেরি আমাদের নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে ফেলুন।
Saha enterprise & engineering
Prop : Santanu saha
Contact : 9205080039/8497596193
Kaliganj daspara, Plassey,Nadia, west bengal
Uluberia branch
Katila, banitala, Uluberia-711316
Contact : 6296046300











