নামমাত্র পুঁজিতে কোন ঝামেলা ছাড়াই শুরু করে ফেলুন এখান থেকে মাল কিনে ব্যবসা,লাভের পরিমাণ দেখে অবাক হবেন আপনিও









নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহ করার জন্য মানুষের কাছে যে সমস্ত হাতিয়ার রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো ব্যবসা। ব্যবসা ছাড়া কখনোই কোন কাজ সঠিকভাবে করা সম্ভবপর হবে না সাধারণ মানুষের পক্ষে। তবে ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে সেটা লাভজনক হবে তা নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানান ধরনের মতভেদ রয়েছে!
বিশেষ করে এই ব্যাপারটিকে কেন্দ্র করে নতুন ব্যবসায়ীরা তো প্রায় সময় সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।যদি আপনি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত। সম্পূর্ণ লটের জিনিস এবং পাইকারি রেটের প্রোডাক্টের উপর নির্ভর করে আজ আমরা যে ব্যবসাটির কথা বলব সেটা নামমাত্র পুঁজিতেই শুরু করা যাবে আর লাভের পরিমাণটাও হবে একেবারে ধারণার বাইরে।




এটি কিসের ব্যবসায় এবং কিভাবে শুরু করবেন?
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা লট গার্মেন্টস নিয়ে ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এরমধ্যে কুর্তি থেকে শুরু করে নাইটি,গাউন, শাড়ি, শার্ট, টি-শার্ট, জিন্স সমস্ত প্রয়োজনীয় পোশাক-আশাক রয়েছে।যদি এই ব্যবসা আপনারা শুরু করতে চান সেক্ষেত্রে প্রথমেই আপনাদের এমন একটা ঠিকানা জেনে নিতে হবে যেখানে অত্যন্ত কম দামের মধ্যে বিভিন্ন লটের মাল আর পাইকারি পণ্য আপনারা পেয়ে যাবেন।




খুব সহজেই এই সমস্ত জিনিস আপনারা লোকাল মার্কেটে প্রফিট মার্জিন রেখে বিক্রি করতে পারবেন। আমরা মূলত পোশাকের কথা বলছি যেগুলো দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে নাইটি থেকে শুরু করে কুর্তি, ওড়না, জিন্স, টপ প্রভৃতি। মোটামুটি পাইকারি দরে আপনারা এগুলো ঠিক কেমন দামে পেতে পারেন সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া যাক। তাহলে ব্যবসার কাজ শুরু করতে গেলেও কিন্তু আপনাদের মূলধন নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে।
কুর্তি আপনারা পেয়ে যাবেন মোটামুটি ৩৫ টাকা থেকে। যদি একটু ভালো কোয়ালিটির নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে ৫০ টাকা। নেটের এমব্রয়ডারি চুড়িদার পাবেন মাত্র ৭৫ টাকায়। ১১০ টাকা তেই আপনারা পেয়ে যাবেন কুর্তি প্লাজোর সেট। পাশাপাশি মোটামুটি ৫০ টাকা থেকে নাইটি, ১০০ টাকা থেকে ছেলেদের বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের শার্ট আপনারা পেয়ে যাবেন।




তবে লটের মাল যখন নেবেন একটু দেখে শুনে নেবেন কারণ ছেঁড়াফাটা অনেক সময় রয়ে যায়। যদি পাইকারি দরে ফ্রেস জিনিস নেন তাহলে আর চিন্তার কোন প্রয়োজন নেই। এই ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি হাতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা রেখেই করতে পারেন। তবে অবশ্যই দোকান ভালো জায়গায় করার চেষ্টা করবেন।




পণ্য কেনার সুযোগ্য ঠিকানা:
আজ আমরা যে সমস্ত দাম উল্লেখ করে দিলাম সেই রেটে যদি পণ্য কিনতে চান তাহলে নিচের দেওয়া ঠিকানায় যেতে পারেন। যদিও পশ্চিমবঙ্গের বুকে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা লটের জিনিস বা পাইকারি দরে পণ্য পেয়ে যাবেন। তবে ভালো জিনিস নিতে চাইলে একটু বুঝে শুনে নেওয়াই ভালো।
Shop Name – Ghosh Digital
Shop Address – Dumdum station,Lila cinema hall,kundu bagan,uttarain club, kolkata – 700030.
Contact number: 7679890464/7364866403
Whatsapp number : 7679890464











