এখান থেকে বিভিন্ন কেমিক্যাল জিনিস কিনে শুরু করুন ব্যবসা,কম সময়েই হবে প্রচুর ইনকাম

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে। তবে সাধারণ মানুষের কাছে সেই ব্যবসাটাই গ্রহণযোগ্য যেখানে বিনিয়োগ কম আর উপার্জনের পরিমাণ অনেকটা বেশি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে এরকম ধরনের একটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব যা বিশেষ কোনো ঝামেলা ছাড়াই আপনারা শুরু করতে পারবেন আর লাভের পরিমাণ হবে দুর্দান্ত। যারা আগ্রহী রয়েছেন অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন এবং যদি কোন মতামত থাকে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন।।

কোন ধরনের ব্যবসার কথা বলা হচ্ছে?

আজ আমরা বলব নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কেমিক্যাল উপকরণ নিয়ে ব্যবসার কথা। এই সমস্ত কেমিকাল উপকরণের মধ্যে রয়েছে ডিটারজেন্ট, সাবান, হারপিক প্রভৃতি জিনিস। প্রতিটা জিনিস দৈনন্দিন জীবনে আমাদের ঠিক কি কি কাজে আর কোন ভাবে লাগে তা নিয়ে হয়তো আর আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই।

আপনারা চাইলে দুই ভাবে এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথমত মেশিন এবং কাঁচামাল কিনে ব্যবসা এবং দ্বিতীয় সরাসরি পণ্য কিনে সেটাকে বাজারে বিক্রি করা। যদি আপনারা সরাসরি পণ্য কেনেন সে ক্ষেত্রে আমরা আপনাদের এমন একটি ঠিকানার কথা আজ বলে দেব যেখান থেকে একেবারে পাইকারি দামে জিনিস কিনে লোকাল মার্কেটে তার দারুন প্রফিট রেখে আপনারা বিক্রি করতে পারবেন।।

ডিটারজেন্ট পাউডারের এখানে দাম পড়বে ৬০ থেকে ৬৫ টাকা প্রতি কেজি। বিভিন্ন প্রোডাক্টের রেট কিন্তু কখনো একই রকম থাকে না তাই আলাদাভাবে বলা সম্ভব নয়। তবুও যদি আপনারা একটু বিশদে জানতে আর বুঝতে যান সে ক্ষেত্রে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন।

একটা হিসেব অনুযায়ী ৬০ টাকার মধ্যে লিকুইড সোপ এবং ৭০ টাকার মধ্যে টয়লেট ক্লিনার এখানে আপনারা পেয়ে যাবেন। এগুলোর বাইরে ও ফিনাইল এবং অনেক উপকরণ আপনারা এখানে পাবেন ব্যবসার কাজের জন্য। একটা নতুন দোকান খোলার পর সেটা সাজাতে গেলে যে সমস্ত কেমিক্যাল উপকরণ আপনারা রাখতে পারেন সবকিছু সুবিধাই রয়েছে এখানে।

প্রতিবেদনটি পড়ার পরে যদি আপনাদের এই ব্যবসার আইডিয়াটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে কাঁচামাল অথবা উৎপাদিত প্রোডাক্ট কেনার জন্য কথা বলে নিতে পারেন।। এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট এর ফর্মুলাও পেয়ে যাবেন। তাই কাজ শুরু করতে কোন রকমের সমস্যা হবে না।
K.K CHEMICALS

Address:13, Portuguese church street,Near borobazar police station.kolkata.
Contact : 9330153681

Back to top button