মাত্র ২১ টাকায় নাইটি কিনে শুরু করুন ব্যবসা,অল্প সময়ের মধ্যে লাভ হবে দুর্দান্ত









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে ব্যবসা হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। একটা সময় পর্যন্ত সাধারণ জনমানষে কিন্তু এই ব্যবসার প্রভাব খুব একটা বেশি ছিল না। তবে বিগত কিছু সময়ে যেভাবে মানুষ ব্যবসার দিকে ঝুঁকেছেন তাতে আর কোন সন্দেহ নেই যে দেশের পরবর্তী ভবিষ্যৎ এই ব্যবসার উপরেই নির্ভর করে গড়ে উঠতে চলেছে।
দেখুন বিজনেস অনেক ধরনের করা যেতে পারে। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের সব সময় নিজেদের মূলধনের পরিমাণ আর স্থানীয় বাজার চাহিদা দেখেই ব্যবসার দিকে পা বাড়ানো উচিত। ধরুন একটা ব্যবসা আপনি শুরু করলেন অথচ সেই পণ্যের কোন বাজার চাহিদা নেই তাহলে লোকসান হতে বাধ্য। সুতরাং আপনাকে কিন্তু প্রথমেই দেখে নিতে হবে ব্যবসা শুরু করার আগে যে আপনার স্থানীয় পরিবেশ কেমন অবস্থায় রয়েছে।




তবে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলো কিন্তু পরিবেশের উপর বা এলাকার উপর নির্ভর করে না। আজ আমরা তেমনই একটি ব্যবসার কথা আপনাদের জানা বোঝাটা গ্রাম শহর নির্বিশেষেই কিন্তু নিশ্চিন্তে চালানো যেতে পারে। আসুন তাহলে অপেক্ষা না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব পাইকারি দরে নাইটি এবং কুর্তির ব্যবসার কথা। মহিলাদের কাছে এই দুটি জিনিসের বাজার চাহিদা ঠিক কতখানি তা হয়তো আপনাদের কারোরই অজানা নেই।। দৈনন্দিন ব্যবহারের জন্য বাজারে কিন্তু এগুলো ব্যাপকভাবে বিক্রয় করা হয়ে থাকে। সুতরাং যদি আপনি পাইকারি দরে এই জিনিসগুলো কিনে নিয়ে এসে লোকাল মার্কেটে ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আপনার আর্থিক সচ্ছলতা আটকায় কে?




সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এতে আপনাদের কোন বড় অংকের মূলধন দিতে হবে না। একটা নির্দিষ্ট মূলধন খুব বড়জোর ৫০০০-৬০০০ টাকা দিয়েই কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনি অনলাইন প্লাটফর্মে স্বচ্ছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেদের এই ব্যবসা সেখানের মাধ্যমেও প্রসারিত করতে পারেন।। সেক্ষেত্রে ফেসবুক পোস্ট অথবা লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের নিজেদের পণ্য প্রোমোটিং এর কাজ করতে হবে।




পাইকারি দরে পণ্য কেনার সুযোগ্য ঠিকানা
ব্যবসা শুরু করার জন্য আপনাদের যেহেতু পাইকারি ধরে নাইটি কিনতে হবে তাই সেটারও সন্ধান আমরা দিয়ে দেব। পাইকারি দরে নাইটি কেনার জন্য আপনারা চলে যেতে পারেন নদীয়ার শান্তিপুরে অবস্থিত Riya kurti & nighty house এ। এখানে আপনারা পিওর কটন থেকে শুরু করে বাকি প্রিন্টের ডিজাইন এবং আরো নানান ধরনের নাইটি পেয়ে যাবেন।
স্পেশাল অফারে এখানে নাইটির দাম শুরু হচ্ছে মাত্র ২১ টাকা থেকে।। শুধুমাত্র নাইটি নয় এখানে আপনারা পেয়ে যাবেন কুর্তি থেকে শুরু করে ব্লাউজ ,পেটিকোট সবকিছুই। সবথেকে বড় ব্যাপার আপনারা কিন্তু এক বান্ডিল মাল কিনেও এখানে ব্যবসা শুরু করতে পারবেন। বিস্তারিত জানতে হলে বা অথবা মাল অর্ডার করতে হলে আপনারা 8759217908 বা 7063574030 এই দুটি নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।




নতুন ধরনের এই বিজনেস আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা পুরনো ব্যবসাদার আছে তারাও কিন্তু এই দোকান থেকে মাল খরিদ করতে পারেন। সঙ্গে থাকা ভিডিওটি আপনাদের এক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে।
শেষে জানিয়ে রাখি যে কোন ব্যবসা শুরু করতে গেলেই কিন্তু সবার প্রথমে স্থানীয় বাজার এবং ব্যবসায়ীদের সাথে একটা ভালো যোগাযোগ বজায় রাখতে হয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই সুসম্পর্ক বজায় রাখার। তাহলে নিশ্চয়ই দ্রুত আপনাদের ব্যবসা এগিয়ে যাবে সঠিক লক্ষের দিকে। শুভকামনা রইল সকলের জন্য।











