কোনরকম মেশিন ছাড়াই শুরু করুন বাতাসা তৈরীর ব্যবসা, লাভ হবে প্রচুর









নিজস্ব প্রতিবেদন: বাড়িতে কোন অতিথি আসলে তাকে একান্তই কিছু না থাকলে জল বাতাসা দিয়ে আপ্যায়ন করা থেকে শুরু করে নিত্য পুজোয় বাতাসার ভূমিকা অগ্রগণ্য। বিভিন্ন দোকান বাজারেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এটা বিক্রি হতে দেখবেন।। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই পাঠক বন্ধুদের জন্য আমরা নিয়ে চলে এসেছি বাতাসা তৈরীর ব্যবসার কথা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে কম খরচে এটা কিন্তু অত্যন্ত লাভবান একটা ব্যবসা হতে পারে আপনাদের জন্য। কেউ যদি চাকরির পাশাপাশি সাইড বিজনেস হিসেবেও এটাকে শুরু করতে চান সেক্ষেত্রেও কোন সমস্যা হবে না। তবে আজ আমরা কিছু বিশেষ কথা বলব যা অবশ্যই এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে।




১) বাতাসা তৈরীর ব্যবসা শুরু করার জন্য আপনাদের কিন্তু কোন মেশিনের প্রয়োজন নেই। কাঁচামাল অর্থাৎ চিনি অথবা গুড়ের সাহায্যে আপনারা সাধারণভাবেই বাতাসা তৈরি করে বিক্রি করা শুরু করবেন।
২) যদি আপনাদের কাছে বড় কোন জায়গার না থাকে সেক্ষেত্রে বাড়ির কোন কোণা থেকেই কিন্তু বাতাসা তৈরীর কাজ প্রাথমিক অবস্থায় শুরু করা যেতে পারে। আপনার উপার্জন বৃদ্ধি পেলে সে ক্ষেত্রে আপনারা বড় পরিসরে কাজ শুরু করতে পারেন।




৩) অনেকেই আছেন বাতাসা তৈরি করার মেশিন সংগ্রহ করার চেষ্টা করেন। এই সমস্ত পাঠক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি বাতাসা তৈরি জন্য নির্ধারিত কোনো ভালো মেশি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নানান রকম ভাবে মানুষকে ঠকিয়ে মেশিনের জন্য টাকা নিয়ে নেওয়া হয় কিন্তু পরবর্তীতে আর কোনো রকম ভাবে মেশিন দেওয়া হয় না।।
ব্যবসা শুরু করার পর বাতাসা তৈরি করে আপনারা লোকাল মার্কেটে চাহিদা অনুযায়ী দোকানে অথবা সরাসরি কোন কারখানাতেও সাপ্লাই করতে পারেন। এই ব্যবসায় খরচ কিন্তু একেবারেই নেই অথচ ইনকাম রয়েছে প্রচুর।











