নিমেষেই ত্বক হবে দুধের মতো ধবধবে ফর্সা, বাড়িতেই বানিয়ে ফেলুন দূর্দান্ত এই নাইট ক্রিম

নিজস্ব প্রতিবেদন: একদম ধবধবে ফর্সা আর উজ্জ্বল ত্বক পেতে কে না চায়! সকল বয়সের মহিলাদের কাছেই এটা একপ্রকার বিশেষ ইচ্ছে। যে কারণে সব সময় নানান ধরনের বাজার চলতি ক্রিম ব্যবহার করে থাকেন আপনারা।কিন্তু এসব প্রসাধনীর মেয়াদ স্বল্প সময়ের জন্যে।

আপনি যদি দীর্ঘ মেয়াদের জন্যে ফর্সা এবং দাগ মুক্ত ত্বক পেতে চান তাহলে রান্নাঘরের কয়েকটি উপকরণই দিয়েই কিন্তু একটা বিশেষ টোটকা তৈরি করে নিতে পারেন যা এই সমস্ত বাজার চলতি রাসায়নিক জিনিসের থেকেও বেশি কার্যকরী। চলুন এই দারুন নাইট ক্রিমটি কিভাবে আপনারা বানাবেন সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই নাইট ক্রিম তৈরি করার জন্য আপনাকে প্রথমেই তিন টেবিল চামচ গোবিন্দ ভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুতে হবে। তারপর এই চালটাকে এক কাপ জলের মধ্যে নিয়ে সারারাত ভিজিয়ে রেখে দিন। সকালবেলায় উঠে জল শুদ্ধ চালকে ১০ মিনিটের জন্যে খুব ভালো করে ফোটাবেন।

এর ফলস্বরূপ ফ্যান শুদ্ধ একটি ঘন পদার্থ তৈরি হবে, সেটা ছেঁকে নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ ভিটামিন ই অয়েল, এক টেবিল-চামচ নারকেল তেল, ১ টেবিল-চামচ লেবুর রস এবং এক টেবিল-চামচ কাঁচা আলুর রস খুব ভালো করে মিশিয়ে নিন।

তারপর এই মিশ্রণটির মধ্যে চার টেবিল চামচ এলোভেরা জেল যোগ করে দিন। অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ঠিক কতটা উপকারী আপনারা কম বেশি সকলেই কিন্তু খুব ভালো করে জানেন।

এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত এই নাইট ক্রিম। রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখে গলায় এবং হাতে এটাকে ম্যাসাজ করবেন। অল্প কয়েকদিনের মধ্যেই তাহলে আপনি ফলাফল দেখতে পাবেন। সম্পূর্ণ দাগমুক্ত আর দুধের মতন ধবধবে ফর্সা ত্বক পেতে আপনাদের আর কোন সমস্যা হবে না।

Back to top button