বাজারের থেকে হাফ দামে সেকেন্ড হ্যান্ড বাইকের সম্ভার! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: আজকালকার যুগে দাঁড়িয়ে একটা নিজস্ব যানবাহন না থাকলে কোন মতেই কিন্তু টিকে থাকা যায় না। কাছে পিঠের কোন যাতায়াত অথবা কোন প্রয়োজনীয় জায়গা সবখানেই কিন্তু যেতে সাহায্য করে থাকে বিভিন্ন যানবাহন। যেহেতু চারচাকা গাড়ি কেনা সকলের সাধ্যের মধ্যে নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নির্ভরশীল থাকেন বাইক অর্থাৎ দুই চাকা যানবাহনের উপর।।

তবে বিগত বেশ কিছু সময় ধরে আমাদের দেশের বাজারে যেভাবে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের দাম বেড়ে গিয়েছে তা সাধারণ মানুষের কাছে সত্যিই চিন্তার বিষয়। সেই কারণেই আজকাল কিন্তু অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনাকাটা করার কথা চিন্তাভাবনা করছেন।। মোটামুটি যাদের পুরনো গাড়ি কিনতে কোন সমস্যা নেই আপনারা কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়তে পারেন। মূল্যবৃদ্ধির এই বাজারে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু খুব সহজেই আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে সাহায্য করতে পারে। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

আজ আমরা বাংলার বুকেই এমন একটি জায়গার সন্ধান দেবো যেখানে একেবারে হাফদামে সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা কিনে নিতে পারবেন।। মোটামুটি যাদের প্রয়োজনীয়তা রয়েছে তারা কিন্তু এখানে খুব সহজেই এসে দেখে যেতে পারেন।আজ আমরা যে সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটের কথা বলব সেটি মুর্শিদাবাদে অবস্থিত।

এখানে আপনারা একেবারে লো প্রাইজের মধ্যে বিভিন্ন নামিদামি বাইক খুব সহজেই পেয়ে যাবেন। প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালো অবস্থায় রয়েছে এবং কাগজপত্র ঠিকঠাক রয়েছে। যারা পুরনো গাড়ি কিনতে গিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়ে থাকেন এটা হল তাদের জন্য একটা আদর্শ ঠিকানা। এবার আমরা এখানে বিক্রিত কিছু মডেল সম্পর্কে আপনাদের সামান্য তথ্য দেব। যদিও এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন রয়েছে। সমস্ত মডেল তুলে ধরা সম্ভব নয়।

এই দোকানে যে সমস্ত মডেল গুলি রয়েছে তার মধ্যে NS160 ৬৫ হাজার টাকা,RTR-180 ৬৫ হাজার টাকা,RTR 160 ৬০ হাজার টাকা, pulsar 150-৫৫ হাজার টাকা,TVS ৫০ হাজার টাকা, glamour ৩৫ হাজার টাকা। এছাড়াও আপনারা আরো কিছু কালেকশন পেয়ে যাবেন অত্যন্ত কম দামের মধ্যে যা হয়তো ধারণার বাইরে। সুতরাং যদি এই মুহূর্তে গাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন নির্দিষ্ট বাজেটের মধ্যে তাহলে আজই চলে যান আমাদের দেওয়া ঠিকানায়।

সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সুযোগ্য ঠিকানা:

মুর্শিদাবাদ জেলার বহরমপুর ঢুকতেই রেলগেটের কাছে এই শোরুমটি অবস্থিত। একেবারে হাটা দূরত্বের মধ্যে রয়েছে।

Shop Name : Sabuj Bangla bike bazar
Contact : 7872672357

Back to top button