SBI Job Recruitment 2023: কোন রকমের পরীক্ষা ছাড়াই পেয়ে যান দারুন বেতনে কাজের সুযোগ, রইল বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! বেশ কিছু পদে নিয়োগের জন্য সম্প্রতি এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনরকম পরীক্ষা ছাড়াই বিশেষ কিছু দিক বিবেচনা করে চূড়ান্ত নিয়োগ এখানে করা হবে।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। যদি আপনি কাজের জন্য আগ্রহী রয়েছেন তাহলে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ে নেবেন।

প্রথমেই জেনে নিন কোথায় আবেদন করবেন?

যদি আপনি এই পদ গুলোতে আবেদন করতে চান সেক্ষেত্রে
–http://sbi.co.in/careers এবং http://sbi.co.in-তে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন।

মোট শূন্য পদের সংখ্যা:

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৯টি।

আবেদন করার শেষ তারিখ

আবেদন করার জন্য এখানে শেষ তারিখ রাখা হয়েছে ২৬শে ফেব্রুয়ারি।

কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন ?

১) ভাইস প্রেসিডেন্ট (ট্রান্সফরমেশন): ১
২) প্রোগ্রাম ম্যানেজার: ৪
৩) ম্যানেজার কোয়ালিটি এবং ট্রেনিং: ১
৪)কমান্ড সেন্টার ম্যানেজার: ৩

শিক্ষাগত যোগ্যতা:

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ/বিএসসি (কম্পিউটার সায়েন্স)/বি.টেক(কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি)-তে স্নাতক অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি-তে পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ পূর্ণ সময়ের স্নাতক।

কিভাবে নির্বাচন করা হবে?

এখানে নির্বাচন করার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে না কোন রকমের। বরং তার বদলে শর্টলিস্টিং, ইন্টারভিউ এবং সিটিসি মধ্যস্থতার মাধ্যমে নির্বাচন করা হবে।ব্যাঙ্কের শর্টলিস্টিং কমিটি যোগ্যতার প্যারামিটার ঠিক করার পর ব্যাঙ্কের নির্বাচিত প্রার্থীদের ১০০ নম্বরের একটি ইন্টারভিউ দিতে হবে।

কত ফি লাগবে?

১) জেনারেল/ইডাব্লুএস/ওবিসি প্রার্থী: ৭৫০ টাকা।

২) এসসি/এসটি/পিডাব্লুবিডি প্রার্থী: আবেদন ফি নেওয়া হবে না।

Back to top button