‘প্রসেনজিৎ টাকা দিচ্ছে, আর কৌশিক গাঙ্গুলীর মতো পরিচালক ওকে নিয়ে খিচুড়ি সিনেমা বানাচ্ছে’! বিস্ফোরক মন্তব্য অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর









নিজস্ব প্রতিবেদন: একসময়ের টলিউড ইন্ডাস্ট্রিতে সমান্তরের রাজত্ব করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। বহু সুপারহিট সিনেমাতেই তাদের অভিনয় এখনো দর্শকদের মন জয় করে রেখেছে। সত্যি কথা বলতে গেলে কোন অংশেই একে অপরের থেকে কম নন এই দুই অভিনেতা।
কিন্তু নাম যশের খ্যাতি পরিপ্রেক্ষিতে একটা সময়ের পর যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ বুম্বা দা নিজেকে ইন্ডাস্ট্রি বলে উল্লেখ করতে শুরু করেন তখন থেকেই কিন্তু বহু অভিনেতাদের সঙ্গেই তার বেধেছে বিরোধ। বহু সময় পড়ে আবারো এরকমই একটি বিষয়কে কেন্দ্র করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সামনে এলেন অভিনেতা তথা রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তী।




সম্প্রতি নিজের একটি সাক্ষাৎকারে চিরঞ্জিতবাবু জানিয়েছেন,“কৌশিক গাঙ্গুলির মত প্রথম সারির পরিচালক এখন কমার্শিয়াল ছবি বানানোর চেষ্টা করছেন। তবে সেই সব সিনেমা মানুষ মোটেও ভালোভাবে দেখছেন না এবং সেইসব সিনেমা বক্স অফিসে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে না”। পাশাপাশি চিরঞ্জিত এও বলেন যে,“তাকে অনেকেই সিনেমায় নেন না কারণ তিনি টাকার যোগান দিতে সক্ষম নন। অপরদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর মত কাউকে সিনেমায় নিলে তিনি পরিচালককে টাকার যোগান দিতে পারেন”।
অর্থাৎ পরোক্ষভাবে অভিনেতা এটাই বলতে চেয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত অভিনেতারা পরিচালকদের টাকা দেন বলেই এই সমস্ত সিনেমাগুলো তৈরি হয়। চিরঞ্জিত চক্রবর্তীর এই বক্তব্য সামনে আসার পর থেকেই ইন্টারনেট জগতে নানান ধরনের মন্তব্য ধেয়ে আসতে শুরু করে দিয়েছে। অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রেখেছেন, ঠিক তেমনভাবেই বহু জন কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির এককেন্দ্রিকতাকে তুলে ধরেছেন নিজেদের বক্তব্যের মাধ্যমে। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।











