বাড়ির এক কোণে এইভাবে লাগান অ্যালোভেরা গাছ, নিমিষেই বদলে যাবে আপনার ভাগ্য









নিজস্ব প্রতিবেদন: অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ সম্পর্কে কমবেশি সকলেই জানেন। এই গাছের কিছু বিশেষ গুনাগুন রয়েছে যা আমাদের সকলকেই অবাক করতে বাধ্য করে। রূপচর্চায় অ্যালোভেরা গাছের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। নানান ধরনের সমস্যা দূরীকরণের পাশাপাশি অ্যালোভেরা আমাদের ত্বককে উজ্জ্বল করতে এবং আরো নানান ধরনের কাজে সাহায্য করে।
তবে আপনারা হয়তো অনেকেই জানেন না বাস্তুশাস্ত্র রক্ষাতেও কিন্তু এই গাছ ব্যাপকভাবে সাহায্য করে থাকে। যদি সঠিক দিকে এবং সঠিকভাবে আপনারা এই গাছ রোপন করতে পারেন তাহলে মুহূর্তেই পরিবর্তিত হয়ে যেতে পারে আপনার ভাগ্য। বিস্তারিত জানতে আমাদের আজকের এই প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত পড়ুন।




মানুষের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্র। যারা বাস্তুশাস্ত্র মেনে চলেন তারা কিন্তু বিভিন্ন গাছ-গাছালি থেকে শুরু করে নানান জিনিসের ভূমিকায় বিশ্বাসী। যদি আপনিও এই সমস্ত মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে অ্যালোভেরার গুনাগুন আপনার জেনে রাখা প্রয়োজন রয়েছে।
সবার প্রথমেই জেনে নিন এই গাছ কোথায় লাগাবেন। সর্বদা চেষ্টা করবেন বাড়িতে নিয়ে আসা এলোভেরা গাছ উত্তর-পূর্ব দিকে যে কোন অংশে লাগাতে।কোন বড় গাছ যাতে এটাকে আড়াল করতে না পারে সেদিকেও কিন্তু আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে।




গাছটির পরিচর্যা করার জন্য প্রতিদিন এর মধ্যে সঠিকভাবে জল দেবেন এবং গাছটি যাতে সূর্যালোক পায় ঠিকঠাক সেদিকে নজর দেবেন। একটি কথা অবশ্যই মাথায় রাখবেন যে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকা খুবই ভালো যদি সেটা সঠিক দিকে বসানো থাকে।
যদি অন্য কোন দিকে বসানো থাকে তাহলে কিন্তু এটা খুব একটা শুভ বার্তা আপনার জন্য বয়ে আনবে না। তাই অবশ্যই নিজেদের বাড়িতে সুখ শান্তি আর সমৃদ্ধি বজায় রাখার জন্য এবার থেকে এলোভেরা গাছের পরিচর্যা শুরু করুন আর দেখে নিন হাতেনাতে ফলাফল।











