মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগে খুলে ফেলুন নিজের স্বপ্নের কোম্পানি, প্রতিদিন আয় হবে ২ হাজার









নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করার জন্য সাধারণ মানুষের কাছে অনেক ধরনের রাস্তা রয়েছে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসাকেই নিজেদের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যা মাত্র ১৮/২০ হাজার টাকা হাতে নিয়েই আপনারা শুরু করতে পারবেন। কমবেশি নিশ্চয়ই আপনাদের সকলের মনেও এই ব্যবসার আইডিয়াটিকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। চলুন তাহলে সময় নষ্ট না করে প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।




আজ আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি ডিটারজেন্ট পাউডারের ব্যবসার কথা। দুইভাবে আপনারা এই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা শুরু করতে পারেন। প্রথমত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এবং দ্বিতীয়তঃ একেবারে হোলসেল দামে এই জিনিসগুলো কিনে। যদি আপনারা ম্যানুফ্যাকচারিং করে এগুলো বাজারে বিক্রি করতে চান তাহলে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে।
তাই আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে প্রাথমিক অবস্থায় হোলসেল রেটে জিনিস কিনে সেটাকে বিক্রি করার কথাই বলব। বিভিন্ন দামের মধ্যে মার্কেটে আপনারা বিভিন্ন কোয়ালিটির ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন।পিপি প্যাকেটের মাধ্যমে এগুলোকে প্যাকেজিং করে আপনারা সহজেই কিন্তু নিজেদের ব্র্যান্ড তৈরি করে বাজারে চালাতে পারেন।




ডিটারজেন্ট পাউডার বা সার্ফ আমাদের দৈনন্দিন ব্যবহার যে এমন একটি পণ্য যেটা ছাড়া কিন্তু অনেক কাজই অসম্ভব। সুতরাং যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু কখনোই লোকসানের মুখ দেখতে হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে এমন একটি কোম্পানির কথা ও আলোচনা করে দেবো যেখানে একেবারে স্বল্প খরচে আপনারা ডিটারজেন্ট পাউডার কিনে সেটাকে বাজারজাত করতে পারবেন।
SRM DETERGENT ENTERPRISE
Dangadighila, Kalyani highway.
Khardaha, KOLKATA-700019
Contact : 9163107019/9874312822











