একবার এই বিশেষ পদ্ধতিতে করে দেখুন লাউ গাছের পরিচর্যা, ছোট গাছেই আসবে কয়েকদিনে দ্বিগুণ ফলন









নিজস্ব প্রতিবেদন: কমবেশি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বাড়িতে থাকা লাউ গাছের নিয়মিত পরিচর্যা করেন। তবে এর কিছু বিশেষ দিক রয়েছে যা না জানলে কখনোই কিন্তু গাছে ভালো ফলন আসবে না।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে লাউ গাছের একটু ভিন্ন ধরনের পরিচর্যা পদ্ধতি শেয়ার করে নেব যা কয়েকদিনের মধ্যেই গাছে বাম্পার ফলন আনতে সাহায্য করবে। চলুন তাহলে আমাদের আজকের প্রতিবেদন শুরু করা যাক।




মোটামুটি গাছের বয়স যখন ২৫ দিনের কাছাকাছি হবে তখন গোড়ার মাটি আলগা করে দিয়ে কিছুটা পরিমাণ গোবর সার ছড়িয়ে দেবেন। মোটামুটি এই জৈব সার প্রয়োগ করার এক সপ্তাহ পরে আপনাকে রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে।
রাসায়নিক সার হিসেবে প্রথমেই আপনাকে দিতে হবে কিছুটা পরিমাণ ভিটামিন। ভিটামিন হিসেবে এখানে আপনারা থিওবিট প্রয়োগ করবেন ৫ গ্রাম। আপনারা চাইলে জলে-গুলেও এই ভিটামিনের প্রয়োগ করতে পারেন।এর প্রভাবে গাছের দ্রুত ফুল ফল চলে আসবে। ভিটামিনের পর আপনাদের গাছে প্রয়োগ করতে হবে কিছুটা পরিমাণে ফুরাডান।




গাছের গোড়ায় এটি প্রয়োগ করলে পোকামাকড়ের হাত থেকে গাছ খুব সহজেই রক্ষা পাবে। এবার এই গাছের গোড়ায় আপনাকে দিয়ে দিতে হবে ৫ থেকে ৭ গ্রাম পরিমাণে ইউরিয়া সার। গাছের গোড়া থেকে কিছুটা দূরে আপনারাই এই সারের প্রয়োগ করবেন। গাছের নাইট্রোজেনের ঘাটতি কমিয়ে বৃদ্ধি ঘটাতে এই সার ব্যাপকভাবে সাহায্য করবে।
এছাড়াও আপনারা প্রয়োগ করতে পারেন মোটামুটি 15 গ্রাম পরিমাণে টিএসপি সার। গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করতে এই সার ব্যাপক রকমের সাহায্য করবে। ব্যস মোটামুটি এই কটা উপাদান যদি আপনি সঠিকভাবে গাছে প্রয়োগ করে দিতে পারেন তাহলেই কিন্তু লাউ গাছের সময় মতন পেয়ে যাবেন দ্বিগুণ ফলন।











