রাজ্যজুড়েই চলছে সিকিউরিটি গার্ড পদে ব্যাপক নিয়োগ, ভুলেও মিস করবেন না এই প্রতিবেদন









নিজস্ব প্রতিবেদন: মধ্যবিত্ত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেশের দুর্বল আর্থিক পরিস্থিতির এই সময়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো একটা ভালো কাজের খোঁজে রয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের এই সমস্যার কিছুটা হলেও সমাধান হতে চলেছে।
বর্তমানে গোটা রাজ্য জুড়েই সিকিউরিটি গার্ড পদে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক নিয়োগ চলছে। এই সম্পর্কেই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে নেব।। চলুন তাহলে এবার প্রতিবেদনের পরবর্তী অংশে যাওয়া যাক।
Worldwide Recruiter:
কারা আবেদন করতে পারবেন?
১) নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন বিভিন্ন জেলা থেকে।
২) ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা থাকবে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৮ বছর।




মোট শূন্য পদের সংখ্যা:
৪৮০ টি।




কাজের সময় এবং বেতন:
এখানে শিফটিং অনুযায়ী আপনাদের কাজের সময় থাকছে ৮—১০ ঘন্টা। বেতন দেওয়া হবে ১২,৭০০ —১৯,৩০০ টাকা পর্যন্ত। প্রয়োজনে কোম্পানি তরফ থেকে থাকা আর খাওয়ার সুবিধাও কিন্তু দেওয়া হবে এখানে।।
শিক্ষাগত যোগ্যতা:
1. Security guard (10th pass)
2. ATM Guard (12th pass)
3.Gun man (10 th pass)




উচ্চতা :
এখানে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা থাকছে ১৬০ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার।




কিভাবে আবেদন করবেন?
এখানে আপনাকে কোম্পানির সঙ্গে সরাসরি কথা বলে যোগাযোগ করে নিতে হবে আবেদনের জন্য।তার জন্য প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিন।











