৫ টাকায় এই প্রোডাক্ট তৈরি করে বিক্রি করুন ৫০ টাকায়, একেবারে অল্প পুঁজিতে শুরু করে দেখুন এই লাভজনক ব্যবসা, লাভ হবে প্রচুর









নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটি মাধ্যম যেটার সাহায্যে অল্প সময়ের মধ্যেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করা যেতে পারে বা স্বাবলম্বী হওয়া যেতে পারে। যেহেতু চাকরির বাজার এখন খুব একটা ভালো নয় তাই সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটা দুর্দান্ত ব্যবসার আইডিয়া যা ভবিষ্যতে তাদের পাথেয় হতে পারে। শুরুতেই জানিয়ে রাখি এই ব্যবসাটি ফুড প্রোডাক্ট এর সাথে সম্পর্কিত এবং খুব সহজ একটি ব্যবসা যার সামান্য খরচে আপনারা শুরু করতে পারবেন।




আজ আমরা আপনাদের বলব কুরকুরে তৈরীর ব্যবসা সম্পর্কে।। বাচ্চা থেকে বড় সকলের কাছেই এই কুরকুরে ঠিক কতটা প্রিয় খাবার তা কমবেশি আপনারা সকলেই জানেন! সুতরাং যদি আপনারাই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু কখনোই লোকেশন এর মুখোমুখি হতে হবে না।
কুরকুরে তৈরি করার জন্য আপনাদের একটি মেশিন প্রয়োজন হবে যা এক ঘন্টা চালিয়েই কিন্তু আপনারা প্রতিদিন প্রোডাকশনের ভিত্তিতে ৫০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।। মোটামুটি এখানে প্রোডাক্ট বা কুরকুরে তৈরি করতে গেলে আপনাদের খরচ পড়বে ৫ টাকা যা ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা যাবে।




কুরকুরে তৈরি করার পরে নিজেদের ব্র্যান্ড তৈরি করে প্যাকেজিং করে অথবা অন্য কোন কোম্পানির মাধ্যমেও কিন্তু আপনারা এটাকে মার্কেটে এনে বিক্রি করতে পারেন। কম-বেশি বাজারের প্রত্যেক দোকানেই কিন্তু এই প্রোডাক্ট সহজেই বিক্রি হয়ে যাবে আর চাহিদাও রয়েছে প্রচুর। কুরকুরে তৈরীর মেটেরিয়াল কিন্তু খুবই সহজ।




চাইলে অনেক রকম ভাবে এটাকে তৈরি করা যেতে পারে।তবে যেহেতু বাচ্চাদের খাবার তাই আমরা বলব একটু স্বাস্থ্যকর ভাবে তৈরি করতে। আপনারা যারা এই ব্যবসা শুরু করতে চান এবং মেশিন কিনতে আগ্রহী তারা নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।
Karmakar machinery
Bandel , Hooghly,West Bengal
Pin – 712104
Contact : 8478988572,9163068842.











