এই নিয়মে বাড়িতে সহজেই তৈরি করুন গোলাপের চারা, অল্প কয়েকদিনের মধ্যেই বৃদ্ধি পাবে গাছ









নিজস্ব প্রতিবেদন: কমবেশি সকলেই কিন্তু গোলাপ ফুল পছন্দ করে থাকেন। বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গোলাপের কিন্তু দ্বিতীয় কোন বিকল্প নেই। সহজেই বাড়িতে কিন্তু আপনারা গোলাপের চারা তৈরি করে তা প্রতিস্থাপন করতে পারেন।।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে গোলাপের সহজ পদ্ধতিতে চারা তৈরীর পদ্ধতি শেয়ার করে নেব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন।




এই পদ্ধতিতে চারা তৈরি করার জন্য মোটামুটি এক বছরের পুরনো ডাল আপনাকে নিয়ে নিতে হবে। এবার এই গোলাপের ডালের নিচের অংশ যে কাঁটা গুলো থাকে সেগুলোকে আপনাদের তুলে ফেলতে হবে। এবার আপনাদের প্রয়োজন মতন সমান সমান ভাবে এই ডালটাকে কিন্তু কাট করে নিতে হবে। একটু ছোট বড় হলে কোন ক্ষতি নেই। মোটামুটি এক ফুট সাইজের করে করার চেষ্টা করবেন। এরকম ডাল থেকেই কিন্তু নার্সারিতে গোলাপের চারা তৈরি করা হয়ে থাকে।
ডাল গুলোকে বসানোর জন্য একটা ছিদ্রযুক্ত মাটির টব আপনাকে নিয়ে নিতে হবে। ছিদ্রের অংশে একটা কাঠের টুকরো দিয়ে চাপা দিয়ে দেবেন। এবার ৬০% বালি আর ৪০ শতাংশ কোকোপিট মিশিয়ে তার মধ্যে ডালগুলোকে আপনাদের প্রতিস্থাপন করতে হবে।এর পরিবর্তে আপনারা শুধু বালিও ব্যবহার করতে পারেন। বালিতে ডাল বসানোর আগে সেটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন।




এবার আপনাদের রুটিং হরমোন হিসেবে মধুর ব্যবহার করতে হবে। মধু বরাবর থেকেই ন্যাচারাল রুটিং হরমোন হিসেবে কাজ করে থাকে। ডালগুলো প্রতিস্থাপনের আগে এর গোড়ার দিকে আপনাকে তাই মধু লাগিয়ে নিতে হবে। তারপর আলগা করে গর্ত করে প্রত্যেকটা ডালকে মাটিতে প্রতিস্থাপন করে দিন।
এবার একটা প্লাস্টিকের কোন বোতল বা বড় কন্টেইনার দিয়ে কাভার করে দেবেন এটা কে। ব্যাস মোটামুটি ১০ থেকে ১৫ দিনের মধ্যেই কিন্তু এটা থেকে গোলাপের চারা বেরিয়ে যাবে। সহজেই তারপর এগুলোকে আপনারা মাটি অথবা বড় কোন টবে রোপন করে বড় করে তুলতে পারেন।











