৫০ টাকায় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করুন ২০০ টাকায়,শুধুমাত্র একটি মেশিনের সাহায্যে শুরু করুন এই ব্যবসা, লাভ হবে প্রচুর









নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জনের জন্য সাধারণ মানুষের কাছে যে সমস্ত রাস্তা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যবসা। যেহেতু চাকরির বাজার এখন খুব একটা ভালো নয় তাই বেশিরভাগ মানুষ ব্যবসার উপরেই নির্ভরশীল হয়ে পড়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের কাছে তাই একটা দুর্দান্ত বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়েছে যেটা এক কথায় ইউনিক আর ক্রিয়েটিভ।
বর্তমান যুগে দাড়িয়ে এই ধরনের একটা ব্যবসা যদি আপনারা সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে ঘরে বসেই কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য আমাদের এই প্রতিবেদনটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পড়ে নিতে হবে। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক।




টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা কিভাবে শুরু করবেন?
শিরোনাম দেখেই আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমরা কিসের ব্যবসার কথা বলতে চলেছি। আজ পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব ঘরে বসেই দারুন লাভ রেখে টিশার্ট প্রিন্টিং এর ব্যবসার কথা।। এই ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা একেবারে নেই বললেই চলে, অথচ প্রোডাক্টের চাহিদা রয়েছে প্রচুর।




আজকালকার দিনে মানুষ নিজের সৌখিনতার জন্য পছন্দ অনুযায়ী নানান ধরনের ছবি, লেখা অথবা ডিজাইন কিন্তু টি-শার্টের উপর প্রিন্ট করে পরতে খুবই পছন্দ করে থাকেন। আবার উপহার সামগ্রী হিসেবেও এই প্রোডাক্টের চাহিদা রয়েছে ব্যাপক রকম ভাবে।
টি শার্ট প্রিন্ট করে প্রস্তুত করতে আপনাদের খরচ পড়বে মোটামুটি ৫০ থেকে ৬০ টাকা অথচ এটা আপনারা বাজারে প্রায় ২০০ টাকা অথবা তারও বেশি দামে খুব সহজেই বিক্রি করতে পারবেন। সুতরাং লাভের পরিমাণ কত টাকা আপনারা নিজেরাই বুঝতে পারছেন।




এই ব্যবসা শুরু করার জন্য হোলসেল দামে বিভিন্ন কোয়ালিটির টি-শার্ট আপনাদের কিনে নিতে হবে প্রথমেই।চাইলে কাস্টমারের থেকেও টি শার্ট নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করে দিতে পারেন। এছাড়াও আপনাদের প্রয়োজন হবে টি-শার্ট প্রিন্টিং মেশিন, ডিজাইন প্রিন্ট করার জন্য প্রিন্টার মেশিন এবং স্মার্টফোন। ৩০ হাজার টাকার মধ্যেই কিন্তু এই প্রিন্টিং মেশিন আপনারা খুব সহজে পেয়ে যাবেন।
ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই এই মেশিনগুলো কিনে নিতে পারেন সুলভ মূল্যে। বাড়ির সাধারণ ইলেকট্রিসিটিতেই মেশিনগুলো চলবে তাই আপনাদের আলাদা করে কোন কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন হবে না। আর এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু বিশেষ কোনো লাইসেন্সের ও প্রয়োজন নেই।




সমস্ত কাঁচামাল আর মেশিন কিনে নেওয়ার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলির মাধ্যমে অথবা বিভিন্ন ছোটখাট লিফলেট তৈরি করে লোকাল এরিয়ায় প্রচারের মাধ্যমে নিজেদের ব্যবসার কথা সকলকে জানাতে পারেন। তাহলে প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন।
বিভিন্ন ধরনের ডিজাইন ছাড়াও অনেক কোম্পানির লোগো অথবা ট্রেন্ডিংয়ে থাকা বিভিন্ন জিনিসও টিশার্টের উপর প্রিন্ট করে আপনারা কিন্তু সহজেই বিক্রি করতে পারবেন বাজারে। এই ব্যবসায় ঘরে বসেই আপনার ইনকাম হবে প্রচুর আর কাস্টোমারও নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। আজকের এই বিশেষ বিজনেস আইডিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/HArezrq-Xo4











