৩ টাকায় প্রোডাক্ট তৈরি করে বিক্রি করুন ১০ টাকায়, এই ব্যবসা বদলে দেবে আপনার জীবন









নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু অর্থ উপার্জনের জন্য একটা নিজস্ব ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন। যদি আপনিও এই সমস্ত মানুষদের তালিকায় থেকে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটা মিস করবেন না।
আজ আমরা একটা দারুণ ব্যবসার কথা আলোচনা করে নেব যা আগামী মাসগুলোতে আপনার উপার্জনের প্রধান রাস্তা হয়ে যেতে পারে সহজেই। এই ব্যবসায় প্রোডাক্ট তৈরি করতে আপনার খরচ পড়বে তিন থেকে পাঁচ টাকা। অথচ এটা আপনারা বিক্রি করতে পারবেন প্রায় ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত দামে।




কিসের ব্যবসা শুরু করার কথা বলা হচ্ছে?
আজ আমরা পাঠক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব আখের রসের ব্যবসার কথা যা গরম কালের একটি অত্যন্ত উল্লেখযোগ্য বিজনেস হিসেবে পরিচিত। কমবেশি আপনারা হয়তো বাজারের আশেপাশে অনেকেই এই ব্যবসা দেখেছেন। এই ব্যবসায়ে কিন্তু ব্যাপক রকমের লাভ রয়েছে।




গরমকালে বা বছরের অন্যান্য সময়েও বহু মানুষ কিন্তু এই আখের রস খেয়ে ব্যাপক তৃপ্তি পেয়ে থাকেন। সুতরাং এর চাহিদা যে কতখানি রয়েছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্পষ্ট ভাবে। এমনিতেই গরম কালের সিজন চলে এসেছে। আর সস্তায় সাধারণ মানুষের কাছে ভালো পানীয় বলতে এই আখের রস দীর্ঘ সময় ধরেই পরিচিত।
সাধারণত বাজারে আখের রস তৈরির জন্য যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় সেগুলো অত্যন্ত আনহাইজেনিক এবং ঝামেলার। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটা দারুন মেশিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সাহায্যে সুন্দরভাবে আখের রস তৈরি করে সেটাকে আপনারা বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন।




আপনারা চাইলে এই ব্যবসা স্টলের মাধ্যমেও করতে পারেন অথবা হোটেল বা রেস্টুরেন্টের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। এই ব্যবসা শুরু করলে কিন্তু মাসিক ভিত্তিতে ৩০ হাজার টাকা পর্যন্ত আপনি কোন রকমের চিন্তা ছাড়াই রোজগার করতে পারবেন। প্রাথমিকভাবে এই ব্যবসায় আপনার দৈনন্দিন উপার্জন হবে ১৫০০ টাকা পর্যন্ত।




এই মেশিন চালানোর কোন ঝামেলা নেই। মেশিনের উপরের অংশে একটা ছিদ্র রয়েছে সেটার মধ্যে আখ দেওয়ার পরে বাটন ক্লিক করে দিলেই কিন্তু নিচের অংশ দিয়ে রস বেরিয়ে চলে আসবে। এবার এই আখের রস আপনারা গ্লাস প্রতি ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত দামে খুব সহজেই বিক্রি করতে পারবেন। যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন নিজের দেওয়া ঠিকানায় ঝটপট যোগাযোগ করে ফেলুন।
Factory Name – Royal business industries.
4th lane anandalok, bablatala, Gopalpur, Rajarhat, Kolkata
West Bengal -700136
Landmark – BSNL telephone exchange/allahabad bank.
Contact – 8697388832/9073697209.











