মাত্র এক মিনিটের মধ্যেই হবে বাড়ি থেকে টিকটিকির বিদায়, ট্রাই করুন এই বিশেষ টিপস









নিজস্ব প্রতিবেদন: প্রায় প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে কিন্তু টিকটিকি উপদ্রব হচ্ছে একটি সাধারন সমস্যা। এই টিকটিকি যেভাবে উৎপাত ঘটায় সেটা কিন্তু সত্যিই খুব বিরক্তিকর। বিশেষ করে রান্নাঘরে বা খাবার জায়গায় যদি টিকটিকি থাকে তাহলে কিন্তু খাবার বিষাক্ত হয়ে যাওয়ার মতন অসুবিধাতেও মানুষকে পরতে হয়।
বিভিন্ন ধরনের বাজার চলতি জিনিস ব্যবহার করেও সহজে কিন্তু এই টিকটিকি কে দূর করা যায় না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই বিশেষ দুটি কার্যকরী টিপস আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি যার সাহায্যে খুব সহজেই বাড়ি থেকে আপনারা টিকটিকি তাড়াতে পারবেন।।




১) প্রথম টিপস করার জন্য আপনাদের প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কফি পাউডার ও এক চামচ ময়দা নিয়ে নিতে হবে। ময়দা আর কফির মিশ্রণের সাথে আপনাদের কিছুটা পরিমাণ তামাক যোগ করে দিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে যে সমস্ত জায়গায় টিকটিকি ঢোকে সেখানে আপনারা এটাকে সরাসরি ছড়িয়ে রাখতে পারেন। অথবা আরও একটা পদ্ধতি ট্রাই করতে পারেন যেটা করার জন্য সামান্য পরিমাণ জল আপনাদের এই মিশ্রণটাতে যোগ করে দিতে হবে।
তারপর অনেকটা আটা বা ময়দা মাখার মতোই এটাকে মেখে নিয়ে ছোট ছোট বল বা লাড্ডু তৈরি করে যে সমস্ত জায়গায় টিকটিকি প্রবেশ করে সেখানে রেখে দিন।। তামাক আর কফি দুটোর গন্ধই কিন্তু টিকটিকি একেবারে সহ্য করতে পারে না। ভেন্টিলেটর থেকে শুরু করে যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব আপনারা সব থেকে বেশি দেখতে পাচ্ছেন সেখানে যদি এই বল রেখে দেন তাহলে কোনদিনই আর আপনার বাড়িতে টিকটিকি আসতে পারবে না।




২) দ্বিতীয় পদ্ধতিটি করার জন্য আপনাদের প্রথমেই কিছুটা পেয়াজ আর কয়েক কোয়া রসুন নিয়ে নিতে হবে। খুব অল্প পরিমান জল দিয়ে মিক্সারে এটার একটা পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট চেপে ছাকনির মধ্যে থেকে পেয়াজ আর রসুনের রস বের করে নিন। তারপর এই রসের মধ্যে কিছুটা পরিমাণ জল, সামান্য পরিমাণে ডেটল এবং কিছুটা পরিমাণ সাইট্রিক এসিড যোগ করে দেবেন।
যদি টিকটিকির উপদ্রব বেশি হয় তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলোকে একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন। এবার একটা স্প্রে বোতলে এই মিশ্রণটাকে ভরে যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব সব থেকে বেশি হচ্ছে সেখানে স্প্রে করে দেবেন। রান্নাঘর থেকে শুরু করে খাবার জায়গা সবেতেই কিন্তু আপনারা এটাকে দিতে পারেন। কখনোই আর আপনার বাড়িতে টিকটিকির আগমন হবে না। কেমন লাগলো আজকের এই বিশেষ দুটো টিপস অবশ্যই জানাতে ভুলবেন না।











