ভয়ঙ্কর জলের স্রোতে আচমকা পড়ে গেলো ছোট্ট সারমেয়! তারপর যা ঘটলো কুকুরটির সাথে, তুমুল ভাইরাল ভিডিও









নিজস্ব প্রতিবেদন:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে নিমিষে আপনার মনও ভালো হয়ে যাবে।ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কুকুর জলের তোরে ভেসে যাচ্ছে। তা দেখে একটি লোক কোন দিকে চিন্তা না করে সাহায্যের জন্য জলে নামে। এবং সে কিছুতেই কুকুরটিকে নিয়ে আর উপরে উঠতে পারেনা।
তখন তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আরো কিছু মানুষ। তারা একে অপরের হাত ধরে চেন সিস্টেম করে লোকটি এবং কুকুরটিকে উপরে ওঠায়। কথায় বলে – “সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ” , যা এই ভিডিওটিতে প্রতিফলিত হয়েছে। ভিডিওটি ৭৫ মিলিয়ান মানুষ দেখেছেন। ৪৪ হাজার শেয়ার এবং ১৫ হাজার লাইক এসেছে। সকলেই প্রশংসা করেছেন। আপনি যদি এখনও ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন।











