কোনরকম ঝামেলা ছাড়াই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে চলছে প্রচুর শূন্যপদে নিয়োগ, না দেখলে পস্তাবেন পরে









নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই আমাদের দেশে সরকারি আর বেসরকারি চাকরির যা অবস্থা তাতে সাধারণ মানুষের সংকটের কথা আর আলাদা করে বলার দরকার নেই।। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বর্তমানে একটা ভালো কাজের খোঁজে রয়েছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন।
তারা অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়তে পারেন।। কারণ আজ আমরা kotak mahindra ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।
Kotak Mahindra Bank job recruitment:
Designation : Field sales executive




কাজের লোকেশন:
সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু এখানে কাজের লোকেশন থাকছে। যে কোন জায়গা বা জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন।




কারা আবেদন করতে পারবেন?
নারী-পুরুষ নির্বিশেষে এখানে সকলেই আবেদন করতে পারবেন। বয়স সীমা থাকছে ১৯ থেকে ৫৫ বছর।




শিক্ষাগত যোগ্যতা এবং বেতন:
এখানে আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে।বেতন থাকবে বিভিন্ন পদ আর কাজ অনুযায়ী ১২০০০ টাকা থেকে ১৮০০০ টাকা পর্যন্ত।




যোগাযোগ করার নম্বর:
যারা এই কাজের জন্য আবেদন করতে চান সরাসরি নিচের দেওয়া নম্বরে নিজের বায়োডাটা পাঠিয়ে যোগাযোগ করতে পারেন।
Contact :7001404787











